ওয়েব ডেস্ক: ২০২২ সালে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করেছিল রাশিয়া। সেই সময় ইউরোপের সামরিক বাহিনীর প্রধান ছিলেন ভ্যালেরি জালুঝনি। তবে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বনিবনা না হওয়ায় বরখাস্ত হন তিনি। ইউক্রেনের সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। বর্তমানে তিনি ব্রিটেনে ইউক্রেনের রাষ্ট্রদূত। এহেন বিজ্ঞজনের মতে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে আর বেশিদিন বাকি নেই। ইতিমধ্যেই তা শুরু হয়ে গিয়েছে। তার জ্বলজ্যান্ত প্রমাণ রুশ মিত্রশক্তির সরাসরি অংশগ্রহণ।
আরও পড়ুন: রণংদেহি! হিজবুল্লার ঘাঁটিতে ‘সারপ্রাইজ’ অ্যাটাক ইহুদি সুন্দরীদের
শুক্রবার এক সাক্ষাৎকারে ভ্যালেরি জালুঝনি জানান, ‘ আমার মতে, ২০২৪ সালে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। ইউক্রেনের সামনে দাঁড়িয়ে উত্তর কোরিয়ার সৈন্যরা। সত্যি কথা বলার সময় হয়ে গেছে। ইরানের তৈরি শাহেদ ড্রোনগুলি ইউক্রেনের সাধারণ মানুষকে হত্যা করছে। এখন সক্রিয়ভাবে এই যুদ্ধে ব্যবহার করা হচ্ছে উত্তর কোরিয়ার সৈন্য এবং চিনা অস্ত্র দিয়ে।’
এই পরিস্থিতিতে ইউক্রেনের মিত্রদেশগুলিকে ‘সিদ্ধান্তমূলক পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছেন জালুঝনি। যুদ্ধ যেন ইউক্রেনের সীমা না ছাড়ায় সেদিকে কড়া নজর রাখতে হবে। এ প্রসঙ্গে তিনি আরও বলেন,যুদ্ধকে ‘ এই যুদ্ধ ইউক্রেনের ভূখণ্ডে সীমাবদ্ধ রাখা সম্ভব। কিন্তু কোনও কারণে, আমাদের মিত্ররা তা বুঝতে চাইছে না। স্পষ্টতই, যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে অনেক শত্রুর সঙ্গে লড়তে হচ্ছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইউক্রেন টিকে থাকবে। তবে, একা একা এই যুদ্ধে জিততে পারবে কি না, তা স্পষ্ট নয়।’
দেখুন আরও খবর: