ওয়েব ডেস্ক: বিবাহ বহির্ভূত সম্পর্কিত খবরে বারবার শিরোনামে এসেছে নানা খবর। বিভিন্ন ক্ষেত্রে মর্মান্তিক অনেক খবরও এসেছে প্রকাশ্যে। পরকীয়ায় জড়িয়ে পড়ার ক্ষেত্রে কোন শহর সবথেকে এগিয়ে, জানেন! শহর কলকাতাই বা রইল কত নম্বরে? জানলে আপনিও উঠবেন চমকে!
অ্যাশলে ম্যাডিশন নামে একটি গ্লোবাল মার্কেটেড প্ল্যাটফর্ম অনুযায়ী, ২০২৫ সালের জুন মাসে সবথেকে বেশি মানুষ পরকীয়ায় জড়িয়েছেন। কোনও বড় শহরে নয়। প্রধানত, ছোট ছোট শহরে এই ধরনের প্রবণতাই বেশি, এমনটাই বলছে ওই সার্ভে রিপোর্ট। অ্যাশলে ম্যাডিশন প্ল্যাটফর্মের সার্ভে অনুযায়ী, ভারত ও ব্রাজিলে সবথেকে বেশি পরকীয়ার সংখ্যা দেখা দিয়েছে। সার্ভেতে ৫৩ শতাংশ ভারতীয় স্বীকার করে নিয়েছেন তাঁরা পরকীয়ায় লিপ্ত।
আরও পড়ুন: ভারতের আকাশসীমায় পাক বিমান চলাচলের নিষেধাজ্ঞা আরও বাড়ল
কোন শহরে সবথেকে বেশি মানুষ পরকীয়ায় জড়িয়ে পড়েছেন? এই প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, তামিলনাড়ুর কাঞ্চিপুরমে সবথেকে বেশি মানুষ পরকীয়ায় জড়িয়ে পড়ার ক্ষেত্রে এগিয়ে। অন্যদিকে, দিল্লির এনসিআর, মধ্য দিল্লি, দক্ষিণ-পশ্চিম দিল্লি, পূর্ব দিল্লি, গাজিয়াবাদ এবং নয়দাও রয়েছে এই তালিকায়। যদিও কলকাতার নাম নেই এই তালিকাতে। বানিজ্যনগরী মুম্বই প্রথম কুড়ির মধ্যে না এলেও জয়পুর, রায়গড়, কামরূপ ও চণ্ডীগড়ে পরকীয়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে অনেকটাই।
দেখুন অন্য খবর