শাকিল মুস্তাক, ইকোপার্ক: বুধবার সকালে নিউটাউন (New Town) ইকোপার্কে (Eco Park) প্রাতঃভ্রমণে (Morning Walk) আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Bjp Leader Dilip Ghosh)। ফের ফুল ফর্মে দেখা গেল তাঁকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গতকালই ‘পাড়ায় পাড়ায় সমাধান’ বার্তা দিয়েছেন। তার পরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একুশে জুলাই থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, অভিষেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি।
দিলীপ ঘোষের কথায়, পাড়ায় পাড়ায় এত মারপিট। এত সমস্যা। পাড়ায় পাড়ায় গিয়ে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে। কাটমানি নিয়েছে। এতো বেশি সমস্যা ওরা চেষ্টা করলেও সমাধান করতে পারবে না। নেতারা গেলেই ওদের কলার ধরে নেবে। কেউ যাবে না। যায় কেউ? ওই ২১ জুলাই ধর্মতলা যায়। বাকি কোনও নেতাকে এলাকায় দেখতে পান? যে সব থেকে বেশি মঞ্চ আলো করে বসে থাকত সেই কেষ্টকে মঞ্চে উঠতেই দেয়নি। এইভাবে কত ডাকাত লুকোবেন? মমতার হাতে পার্টিও নেই সরকারও নেই। সবটাই হুলিগানদের হাতে চলে গেছে।
আরও পড়ুন- স্বাধীন নির্বাচনী দফতর গঠনের নির্দেশ, নবান্নে চিঠি কমিশনের
প্রশ্ন-খড়গপুরে আপনার সভা তো সুপারহিট
বিজেপি কর্মীরা পরিস্থিতি যাই হোক পার্টিতে আছেন। তারা কাজ করতে চান। বাংলায় বিজেপি কে ক্ষমতায় আনতে চান। আমি তাই ওদের ডেকেছিলাম। বাংলায় মেদিনীপুর এলাকায় পার্টি সংগঠন সব থেকে এগিয়ে আছে। তারা মনে করেছেন অনেকদিন কোনও বড় প্রোগ্রাম হয়নি। তাই করলাম। নিঃসন্দেহে এটা আনন্দের।
প্রশ্ন- আপনার চয়েজ কি খড়গপুর?
পার্টি আমাকে ৩ বার প্রার্থী করেছে। আমি টিকিট চাইনি। পদ চাইনি। তাও দিয়েছে। অমিত শাহ বলেছেন বড় নেতাদের ভোটে লড়তে হবে। আমি মাত্র ৬ মাস সভাপতি ছিলাম। পার্টি বলেছে বলে ভোটে লড়েছি। আমাকে তখন চয়েজ জিজ্ঞাসা করেছিল। আমি বিধানসভা ভোটে খড়গপুর চয়েজ করেছি। পরের বার আবার চয়েজ জিজ্ঞাসা করল। আমি মেদিনীপুর বলেছিলাম। দুবারই জিতেছি। লাস্ট বার আমাকে কেউ চয়েজ জিজ্ঞাসা করেনি। ফলাফল আপনারা দেখে নিয়েছেন। পার্টিকে আমি বলে দিয়েছি যদি আমাকে ভোটে লড়তে বলেন আমি লড়ব। আমি যেভাবে সংগঠন তৈরি করেছি তারপর আমার কাজ শেষ হয়ে যাওয়ার কথা। পার্টি বলেছিল বলে ভোটে লড়েছি। ২৬ সালে খড়গপুর থেকেই আমি প্রার্থী এই কথা আপনি বা আমি কেউ জোর দিয়ে বলতে পারিনা।
প্রশ্ন-২৬ এর ভোটে আপনাদের চয়েজকে গুরুত্ব দেওয়া হবে কি?
আমার মনে হয় পার্টি ২৪ এর লোকসভায় পার্টি এক্সপেরিমেন্ট করেছিল। সফল হয়নি। বাকি পার্টি বুঝবে।
প্রশ্ন- অভিষেক বলেছেন আপনাদের সবাইকে দিয়ে ২৬ এর ভোটের পর ‘জয় বাংলা’ বলাবে?
আমরা তো ওদের দিয়ে রামনবমী করিয়েছি। জয় শ্রীরাম বলিয়েছি। জয় বাংলা ওপারে চলছে। ওদের অবস্থা দেখুন। ২১ এ বছরে একদিন মঞ্চ থেকে ভাষণ দিলে হবে না। রাস্তায় নামতে হবে। মুখে বাঙালি বাঙালি বলে পাঞ্জাবি বউ বিয়ে করেছে কেন? বাংলায় কোনও সুন্দরী মেয়ে নেই যাকে বউ করা যায়? পাঞ্জাবি বউ আনতে হল কেন? বাংলায় কোনও যোগ্য ব্যক্তি নেই যাকে লোকসভায় প্রার্থী করা যায়? অন্য রাজ্য থেকে প্রার্থী নিয়ে আসতে হল কেন? এখানে ভোটারদের বিশ্বাস নেই? বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের থেকে ভোটার নিয়ে আসতে হয়? এখানে ভালো অভিনেতা নেই যে বাংলাদেশ থেকে নিয়ে আসতে হয়? বাংলার মানুষ কে আর বোকা বানাবেন না।
দেখুন আরও খবর-