ওয়েব ডেস্ক: দীর্ঘ দু’শো বছর পর ব্রিটিশ শাসনের অবসান ঘটেছিল আজকের দিনেই। ১৮ জুলাই ১৯৪৭ সালে গৃহীত Indian Independence Act অনুযায়ী, ভারতবর্ষকে দুইটি স্বাধীন (Independence Day 2025) রাষ্ট্রে বিভক্ত করার সিদ্ধান্ত কার্যকর হয় ১৪ অগস্ট রাতে। সেই মুহূর্তে জন্ম নেয় পাকিস্তান, আর পরের দিন, ১৫ অগস্ট, স্বাধীনতা পায় ভারত (India Got its Independence)।
ইতিহাসবিদদের মতে, ১৪ অগস্ট রাতটি ছিল একই সঙ্গে আনন্দ ও বেদনার। স্বাধীনতার উচ্ছ্বাসের পাশাপাশি দেশভাগের যন্ত্রণা ও উদ্বাস্তু স্রোত আছড়ে পড়ে পাঞ্জাব ও বাংলার সীমান্তে। লক্ষ লক্ষ মানুষ রাতারাতি গৃহহীন হয়ে পড়ে।
আরও পড়ুন: দিল্লি থেকে সারমেয় সরানো নিয়ে রায় স্থগিত সুপ্রিম কোর্টের
পাকিস্তানের করাচিতে মুহাম্মদ আলি জিন্নাহ প্রথম গভর্নর-জেনারেল হিসেবে শপথ নেন, আর দিল্লিতে প্রস্তুতি চলতে থাকে ভারতের স্বাধীনতার মধ্যরাতের অনুষ্ঠানের জন্য। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু তখন জাতিকে উদ্দেশ করে দেন ঐতিহাসিক “Tryst with Destiny” ভাষণ।
১৪ অগস্ট ১৯৪৭ তাই ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক যুগান্তকারী দিন—যেদিন ব্রিটিশ সাম্রাজ্যের পতাকা নেমে গিয়ে উড়েছিল স্বাধীনতার পতাকা, আর শুরু হয়েছিল দুই নতুন দেশের পথচলা।
দেখুন আরও খবর: