ওয়েব ডেস্ক: ৫ নভেম্বর, মঙ্গলবার। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। সেই ১৮৪৫ সাল থেকে নভেম্বরের প্রথম মঙ্গলবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় সে দেশে। ভোটের প্রক্রিয়া নভেম্বর মাসেই কেন? কেনই প্রথম মঙ্গলবারকেই বেছে নেওয়া হয় ভোটের নির্ধারিত দিন হিসেবে? এর পিছনে রয়েছে ইতিহাস।
১৮৪০ সালের আগে আমেরিকায় ভোটের জন্য কোনও আলাদা দিন নির্ধারিত ছিল না। সেই সময় ভোটের তারিখ ঠিক করত অঙ্গরাজ্যগুলি। তবে অধিকাংশ অঙ্গরাজ্য ভোটের জন্য বেছে নিত নভেম্বরকে। যদিও এতে নানা ধরনের সংকটের সৃষ্টি হত। ১৮৪৫ সালে এ দেশে একটি নির্দিষ্ট দিনে নির্বাচন অনুষ্ঠানের আইন পাস হয়। শুরুর দিকে শুধু প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নির্দিষ্ট তারিখ মেনে চললেও পরে সব ধরনের ভোটেই এই আইনের প্রয়োগ শুরু হয়।
আরও পড়ুন: হিজবুল্লাহ, হামাস, ইরাক, ইরান নাস্তানাবুদ করে ফেলেছে ইজরায়েলকে
১৮৪৫ সালে যখন এই নয়া আইন পাশ হয় তখন আমেরিকা ছিল কৃষিভিত্তিক দেশ। এই সময়টা দেশের সাধারণ মানুষ হাতে খানিক সময় পেত। তারা প্রধানত বসন্তে চারা রোপণ করতেন। গরমের সময় মাঠে গিয়ে কাজ করতেন। নভেম্বরের সময়টা সাধারণত ফাঁকাই থাকতে তাদের।
নতুন আইন প্রণয়নের আগে রাজ্যে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হত। তখন যোগাযোগ ব্যবস্থাও এত উন্নত ছিল না। নির্বাচনের জন্য নভেম্বরের প্রথম মঙ্গলবারকেই বেছে নেওয়া হত। কারণ আমেরিকার গ্রামগঞ্জের কৃষকরা ভোটকেন্দ্র থেকে অনেকটা দূরে থাকতেন। তাদের সুবিধার কথা ভেবে ভোটগ্রহণকারীরা প্রথম মঙ্গলবারকেই বেছে নেন।
দেখুন আরও খবর: