নয়াদিল্লি: ভারতে কি সমলিঙ্গের বিয়ে (Same Sex Marriage) বৈধ হতে চলেছে? আজ সেই রায় দিতে চলেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের সেই সাংবিধানিক বেঞ্চে আছেন ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষান কৌল, বিচারপতি এস রবীন্দ্র ভাট, বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি পিএস নরসীমা। ১০ দিনের শুনানির পর গত ১১ মে রায়দান স্থগিত রেখেছিল শীর্ষ আদালত। আজ সেই মামলার রায়। পাঁচ বিচারপতির বেঞ্চ জোর দিয়ে বলেছিল, এটি কেবল বিশেষ বিবাহ আইন এবং বিদেশী বিবাহ আইনের আইনি দিকটি দেখছে এবং অ-বিষমকামীকে স্বীকৃতি দিচ্ছে না।
Html code here! Replace this with any non empty text and that's it.