কলকাতা: একদিকে টানা বৃষ্টি। জলমগ্ন শহর সহ আশেপাশের বেশ কিছু এলাকা। অন্যদিকে, ডিভিসির ছাড়া জল। জোড়া ফলায় প্লাবিত বঙ্গে একাধিক নিম্ন অংশ। তার মধ্যে উল্লেখযোগ্য পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোণা-সহ বিস্তীর্ণ এলাকা। প্লাবন পরিস্থিতি হুগলির আরামবাগেও। জলযন্ত্রনায় ভুগছে এলাকাবাসী। এরই মধ্যে এবার জলমগ্ন এলাকা পরিদর্শনে যেতে পারেন মুখ্যমন্ত্রী। আগামী ৫ আগষ্ট ঘাটাল যাওয়ার সম্ভাবনা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বেশ কয়েকদিন ধরে বন্যায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে ঘাটাল সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে। কবে এই জলযন্ত্রনা থেকে মুক্তি মিলবে, তা নিয়ে চিন্তায় এলাকাবাসীরা। তাদের অভিযোগ, একটু বৃষ্টিতেই জল জমে যায় চারিদিকে। পুজো পর্যন্ত এভাবেই জল জমে থাকে। এরইমধ্যে, বর্ষাকালের মত এবারও ডিভিসির তরফে প্রশাসনকে না জানিয়ে বাঁধের উপর থেকে চাপ কমাতে জল ছাড়ার পালা চলছে। তাতে ঘাটাল, চন্দ্রকোণা, আরামবাগের মতো জায়গার জলযন্ত্রণা আরও বেড়েছে। কোথাও কোথাও শহরাঞ্চলও প্লাবিত।
আরও পড়ুন: ডিভিসির উপর ফের ক্ষুব্ধ নবান্ন
এবার ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘাটালের প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখেই সেদিন চলে যাবেন ঝাড়গ্রামে। পরেরদিন অর্থাৎ ৬ আগস্ট সেখানে ‘ভাষা আন্দোলনে’ শামিল হবেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামে তাঁর নেতৃত্বে হবে ভাষা মিছিল।
দেখুন খবর