ওয়েব ডেস্ক : নিজের স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন লিভ ইন সঙ্গী। সেই অপরাধে তাকে খুন (Murder) করার অভিযোগ উঠল এক তরুণীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এমন একটি ঘটনা ঘটে গেল গুরুগ্রামে (Gurugram)। ঘটনায় ইতিমধ্যে ওই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেহের তালিকায় রয়েছেন অন্য এক বন্ধুও।
সূত্রের খবর, গুরুগ্রামের (Gurugram) ডিএলএফ ফেজ-৩ এলাকায় থাকতেন বছর চল্লিশের হরিশ শর্মা ও ২৭ বছরের যশমিত কৌর। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তারা একসঙ্গে একটি ফ্ল্য়াটে ভাড়া নিয়ে থাকতেন। তবে হরিশ ছিলেন বিবাহিত। তার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। স্ত্রী অসুস্থ হওয়ার কারণে তার সঙ্গে নিত্যদিন যোগাযোগ রাখতেন ওই ব্যক্তি।
আরও খবর : ৬ মাসে বেড়েছে ৫১ শতাংশ তেল আমদানি! আমেরিকা নির্ভর হচ্ছে ভারত?
অভিযোগ, ঘটনার দিন ফোনে নিজের স্ত্রীর সঙ্গেই কথা বলছিলেন হরিশ। সেই সময় যশমিত ঘরের মধ্যে ঢুকে পড়েন। স্ত্রীর সঙ্গে কথা বলতে দেখে হরিশের উপর ছুড়ি নিয়ে চড়াও হন তিনি। লিভ ইন সঙ্গীর ছুড়ির আঘাতে বুকে গভীর ক্ষত হয় হরিশের। এই অবস্থায় তাকে সেখান থেকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছিল নিকটবর্তী হাসপাতালে। তবে শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
ঘটনার পরেই অভিযুক্ত যশমিত কৌরকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় সেখানে হরিশের বন্ধু বিজয়ও উপস্থিত ছিলেন। ফলে তাকেও সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ। মৃত’র পরিবারের অভিযোগ, যশমিত ও বিজয় দু’জনে মিলেই হরিশকে খুন করেছে। জানা গিয়েছে, ইতিমধ্যে খুনের কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত তরুণী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ছুড়ি ও রক্তমাখা টি-শার্টও।
দেখুন অন্য খবর :