কলকাতা: ডিসেম্বরের রাতে নক্ষত্রপতন। সুর, তাল, ছন্দের দুনিয়া হারিয়েছে জাকিরকে। মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) সান ফ্রান্সিসকোতে সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি তবলা বাদক জাকির হুসেন (Zakir Hussain)। তাঁর পরিবার জানিয়েছে, তিনি ফুসফুসের একটি জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। জাকির হুসেনের অগণিত ভক্তদের জন্য তার মৃত্যুসংবাদ গভীর শোকের। সেই কারণে এই কিংবদন্তির মৃত্যুর কয়েক ঘণ্টা পর তাঁর শেষ ইনস্টাগ্রাম (Instagram) পোস্ট ইন্টারনেটে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কী বিষয়ে সেই পোস্ট করেছিলেন জাকির সাহেব? চলুন জেনে নেওয়া যাক।
View this post on Instagram
গত অক্টোবর মাসে জাকির হুসেন মার্কিন যুক্তরাষ্ট্রে শরতের একটি মনোমুগ্ধকর দৃশ্য ক্যামেরাবন্দি করে তা ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন। সেই পোস্টে তিনি লিখেছিলেন, “গাছের রঙ বদলানো, বাতাসে দুলে ওঠা—সবকিছু এত সুন্দর। এই দৃশ্য দেখতে অসাধারণ। আমি এখান দিয়ে হাঁটতে চাই…”। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “শুধু একটি বিস্ময়কর মুহূর্ত শেয়ার করছি।” এটাই ছিল তাঁর শেষ ইন্সটাগ্রাম পোস্ট।
আরও পড়ুন: ইন্দ্রপতন! প্রয়াত জাকির হুসেন
উল্লেখ্য, জাকির হুসেন পশ্চিমা সুরস্রষ্টা ইয়ো-ইয়ো মা, চার্লস লয়েড, বেলা ফ্লেক, এডগার মেয়ার, মিকি হার্ট এবং জর্জ হ্যারিসনের মতো কিংবদন্তিদের সঙ্গে কাজ করে ভারতীয় সঙ্গীতকে এক নতুন মাত্রা দেন। জাকির হুসেন তাঁর দীর্ঘ সংগীতজীবনে চারটি গ্র্যামি পুরস্কার অর্জন করেন। চলতি বছরের ৬৬তম গ্র্যামি পুরস্কার অনুষ্ঠানেও তিনি তিনটি পুরস্কার (Zakir Hussain Awards) জিতেছিলেন। পাশাপাশি, তিনি ১৯৮৮ সালে পদ্মশ্রী, ২০০২ সালে পদ্মভূষণ এবং ২০২৩ সালে ভারতের সর্বোচ্চ পদ্মবিভূষণে ভূষিত হন।
দেখুন আরও খবর: