Sunday, August 3, 2025
HomeCurrent NewsIndia vs Sri Lanka: সহজ জয় দিয়ে শুরু দ্রাবিড় - ধাওয়ান জুটির

India vs Sri Lanka: সহজ জয় দিয়ে শুরু দ্রাবিড় – ধাওয়ান জুটির

Follow Us :

হ্যাপি সানডে নাইট।

জয় দিয়ে শুরু করল রাহুল – শিখর জুটি। শ্রীলঙ্কাকে সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দল (বি দল!) ৮০ বল বাকি থাকতে ৭ উইকেটে হারিয়ে দিল।
কলম্বোতে রবিবার টস জিতে আগে ব্যাট করে লঙ্কা বাহিনী তোলে ৯ উইকেটে ২৬২ রান। নেতা ধাওয়ান একদিকে সারাক্ষণ থেকে ৯৫ বলে অপরাজিত ৮৬ রানের ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন। শুরুতে চোখ ধাঁধানো ২৪ বলে ৪৩ রানের ইনিংস খেলে যান অন্য ওপেনার পৃথ্বী শাহ।

জন্মদিনে দেশের হয়ে খেলতে নেমে চিত্তাকর্ষকভাবে ৪২ বলে ৫৯ করলেন ধোনির শহরের ক্রিকেটার ঈশান কিষাণ। আরেক অভিষেক হওয়া ক্রিকেটার সূর্যকুমার যাদব ( ২০ বলে অপরাজিত ৩১রান) যোগ্য সঙ্গ দিলেন ধাওয়ানের। সহজ জয়।

এর আগে ৩ স্পিনার উইকেট নিলেন। কুল-চা সাফল্য পেলেন। শ্রীলঙ্কার একজন ব্যাটসম্যানও ৫০ রানের গণ্ডি টপকাতে পারেননি। এই লঙ্কার একমাত্র বিশ্বকাপ জয়ী দলের নেতা প্রাক্তন ক্রিকেটার বলেছিলেন, এটা ভারতের বি দল। এই দলের বিপক্ষে জাতীয় দলের খেলা উচিত নয়। বি দলই তো নাকানি চুবানি খাওয়ালো। এবার? সিরিজের দ্বিতীয় ম্যাচ মঙ্গলবার।

( বিস্তারিত পরে..)

ছবি: সৌ-টুইটার

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39