এবারের আই এস এল-এর শুরুতে মুম্বই সিটি এফ সি-র কাছে ১-৫ গোলে হেরেছিল এটিকে মোহনবাগান। সেই ম্যাচটি ছিল কলকাতা ডার্বির পরেই। সেই ডার্বিতে এস সি ইস্ট বেঙ্গলকে ৩-০ গোলে হারিয়েছিল মোহনবাগান। এবারও কলকাতা ডার্বির পরের ম্যাচেই মোহনবাগানের সামনে এস সি ইস্ট বেঙ্গল। এবার কী হবে?
যে মুম্বই সিটি এফ সি-র কাছে গত ম্যাচে পাঁচ গোল খেয়েছিল মোহনবাগান, সেই মুম্বই এখন আর সেই মুম্বই নেই। গত ছটা ম্যাচে তারা জিততে পারেনি। পয়েন্ট নষ্ট করতে করতে এখন তারা নেমে গেছে ছয় নম্বরে। বারো ম্যাচে তাদের পয়েন্ট ১৮। মোহনবাগানের পয়েন্ট এগারো ম্যাচে ১৯। তারা আছে পাঁচে। গত বারের আই এস এল চ্যাম্পিয়ন মুম্বইকে কখনও হারাতে পারেনি এটিকে মোহনবাগান। এবার তাদের কাছে সুবর্ণ সুযোগ সেই কালো ইতিহাস ভোলার।
মুম্বইয়ের বিদেশি শক্তি বেশ ভাল। ডিফেন্সে মোর্তাদা ফল, মাঝ মাঠে জুহু এবং সামনের দিকে ইগর আঙ্গুলোকে নিয়ে তাদের টিম বেশ গোছানো। এদের সঙ্গে ফরোয়ার্ডে বিপিন সিং এবং বিক্রম সিংকে নিয়ে তাদের টিমে গোল করার লোক প্রচুর। কিন্তু যে কোনও কারণে টিমটা ছন্দে নেই। তাদের ব্রিটিশ কোচ দেশ বাকিংহাম এ নিয়ে বিব্রত। কিন্তু কিছুতেই সমাধান খুঁজে পাচ্ছেন না। তাঁর সমস্যা আরও বাড়ানোর জন্য প্রস্তুত মোহনবাগান।
বেশিদিন দলের দায়িত্ব নেননি। কিন্তু জুয়ান ফেরান্দো স্বল্প সময়ে বুঝিয়ে দিয়েছেন তিনি কোচিংটা বোঝেন। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে টিম যখন এক গোলে হারছে তখন একেবারে আনকোরা কিয়ান নাসিরিকে নামিয়ে তিনি একটা ফাটকা খেলেছিলেন। এবং সেই ফাটকায় তিনি জিতেও গেছেন। নাসিরির হ্যাটট্রিক তাঁকে ডার্বি জিতিয়েছে। টিম উঠে এসেছে পাঁচে। বৃহস্পতিবার জিতলেই প্রথম চারে ঢুকে পড়বে মোহনবাগান। তার মানে কিয়ানকে যে শুরু থেকেই জুয়ান খেলাবেন এ রকম ভাবার কোনও কারণ নেই। এমন কি যে রয় কৃষ্ণকে তিনি ডার্বিতে মাঠে নামানি সেই কৃষ্ণেরও শুরু থেকে মাঠে নামার সম্ভাবনা নেই। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে যে টিম খেলিয়েছিলেন জুয়ান সেই টিমই নামবে। সামনের দিকে হুগো বুমো এবং ডেভিড উইলিয়ামস। দুই উইংয়ে মনবীর সিং ও লিস্টন কোলাসো। ডিফেন্সিভ মিডিও হিসেবে কার্ল ম্যাকহিউ এবং দীপক ট্যাংরি। ডিফেন্সে প্রবীর দাস, প্রীতম কোটাল, তিরি ও শুভাশিস বসু। গোলে অমরিন্দর।
মুম্বই এখন যে রকম ফর্মে আছে, তাদের পারফরম্যান্স গ্রাফ এখন যেভাবে নামছে সেখান থেকে মোহনবাগানকে হারানো বেশ কঠিন। যদি না হঠাৎ করে তারা নিজেদের পুরনো ফর্ম ফিরে পায়। তবে মোহনবাগানকে হারানোর কাজটা খুবই কঠিন। যেভাবে জুয়ান তাঁর টিমকে সাজিয়ে ফেলেছেন তাতে মুম্বইকে তিনি ধাক্কা মারবেন। সবার আগ্রহ আছে কিয়ান নাসিরিকে নিয়ে। কিয়ানকে যখনই নামান না কেন, তাঁর কাজটা বেশ কঠিন হয়ে গেছে। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে তিনি বিপক্ষের নজরে থাকবেনই। ইস্ট বেঙ্গল বোকার মতো খেলে তাঁকে মার্কই করেনি। বাকিরা সেই সুযোগ দেবে না। সেখান থেকে গোল করতে পারলে কিয়ান বাহাদুরি পাবেন। তবে কিয়ান গোল পান বা না পান মুম্বই সিটি এফ সি-র বিরুদ্ধে জেতার ব্যাপারে মোহনবাগানই ফেভারিট।