অমিতাভ বচ্চন,শাহরুখ খানদের সঙ্গে এবার এক আসনে বসতে চলেছেন বলিউড অভিনেতা রণবীর সিংও।শোনা যাচ্ছে একটি বেসরকারি বিনোদন চ্যানেলে খুব শীঘ্রই আসতে চলেছে একটি ক্যুইজ শো।সেই ক্যুইজ শো-তেই হোস্টের ভূমিকায় দেখা মিলবে নান আদার দ্যান রণবীর সিংয়ের।এর আগে কোনও টেলিভিশন শোতেই দেখা যায়নি সিং সাবকে।তাই এই ক্যুইজ শো-তেই হতে চলেছে রণবীরের টেলিভিশন ডেবিউ।
চ্যানেল কর্তৃপক্ষের অন্দর সূত্রে খবর,বিশ্বের সর্ববৃহত্ ক্যুইজ শো হতে চলেছে রণবীরের এই শো।এমন কিছু নতুনত্ব থাকবে ক্যুইজ শো-তে যা আগে ভারতের কোন ক্যুইজ শো-তে তো বটেই, বিশ্বের কোন ক্যুইজ শো-তেও দেখা যায়নি।শোনা যাচ্ছে, ক্যুইজ শো সঞ্চালনা করার জন্য রেকর্ড অঙ্কের পারিশ্রমিক নেবেন বলিপাড়ার খিলজি।তবে কত পারিশ্রমিক নিচ্ছেন তিনি, সেই নিয়ে মুখ খোলেনি চ্যানেল কর্তৃপক্ষ।আগামী মঙ্গলবারই ছত্রিশে পা দেবেন গালিবয়ের অভিনেতা।জন্মদিনের উপহারটা যে রণবীর আগাম পেয়ে গেলেন তা বলাই বাহুল্য।