Thursday, August 14, 2025
Homeকলকাতাসক্রিয় নিম্নচাপ অক্ষরেখা, দিনভর বৃষ্টিতে ভাসতে পারে জেলাগুলি

সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা, দিনভর বৃষ্টিতে ভাসতে পারে জেলাগুলি

Follow Us :

কলকাতা : বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জের, আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ২৩ জুলাই বঙ্গোপসারে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপের জেরে আগামী ২৬ জুলাই পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাওয়া অফিস সূত্রের খবর, ২৪ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মেঘলা থাকবে।

আরও পড়ুন:জলে ভাসছে মুম্বই, বিপর্যস্ত জনজীবন

বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ায় জলীয় বাস্পের পরিমান বৃদ্ধি পেয়েছে। রাতভর কোথাও হালকা আবার কোথাও ভারী বৃষ্টির জেরে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় হাঁটু সমান জল দাঁড়িয়েছে।  উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের উপরে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। সক্রিয় মৌসুমীবায়ু নিম্নচাপের দোসর হওয়ায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হবে শহর ও শহরতলির বেশ কিছু অঞ্চলে। শনিবার দিনভর কলকাতা, দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস চলবে।এ ছাড়া হাওড়া, হুগলি জেলার বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এদিকে উত্তরের জেলাগুলিতেও শুক্রবাপ থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির হয়েছে। শনিবারেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

RELATED ARTICLES

Most Popular