কাতার বিশ্বকাপে (World Cup 2022) চ্যাম্পিয়ন হতে মরিয়া আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি (Lionel Messi)। এবারই মেসির কেরিয়ারে শেষ বিশ্বকাপ হতে চলেছে। মেসির বর্ণময় কেরিয়ার বিশ্বকাপ ট্রফিহীন থেকে যায় কি না সেটাই দেখার। তবে চ্যাম্পিয়ন হওয়ার আগে কাতারে অনেকগুলো ধাপ টপকাতে হবে তাঁকে। ৩২ দলের বিশ্বকাপে প্রথম চারটি করে দলকে ৮টি গ্রুপে ভাগ করে হবে খেলা। ৮টি গ্রুপ থেকে দুটি করে দেশ উঠবে নক আউট পর্বে, দুটি দল বিদায় নেবে।
নক আউট রাউন্ডে শুরুতে প্রি কোয়ার্টার ফাইনাল। সেখান থেকে ৮টি দল উঠবে কোয়ার্টার ফাইনালে। তারপর সেমিফাইনাল, ফাইনাল। তাই সবার আগে গ্রুপ থেকে নক আউট ওঠার পালা। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার গ্রুপে আছে মেক্সিকো, পোল্যান্ড ও সৌদি আরব। শেষ ষোলোয় ওঠার কাজটা মোটেও সহজ হবে না মেসিদের। কারণে পোল্যান্ডে আছে দুনিয়ার অন্যতম সেরা ফুটবলার লেওয়ানডস্কি। আর মেক্সিকো দল হিসেবে সব সময়ই চ্যালেঞ্জিং। বিশ্বকাপে সব সময়ই প্রতিপক্ষকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেয় মেক্সিকো।
অন্যদিকে, বিশ্বকাপের মুলপর্বে নিয়মিত খেলে আসা সৌদি আরব এবার নক আউটে উঠতে মরিয়া। কারণ কাতারের প্রতিবেশী দেশ হওয়ায় পরিবেশ, পরিস্থিতি এবার অনুকুলেই পাচ্ছে তারা।
আরও পড়ুন-Lionel Messi: কাতারই আমার শেষ বিশ্বকাপ: লিওনেল মেসি
আসুন দেখে নেওয়া যাক গ্রুপের ম্যাচে মেসির সামনে কোন কোন গোলকিপার থাকছেন–
১) মহম্মদ আল-ওয়েইস (সৌদি আরব): আগামী ২৩ নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। আর সৌদির গোলপোস্টের নিচে দাঁড়াবেন ৬ ফুট ২ ইঞ্চির লম্বা মহম্মদ আল-ওয়েইস। ৩১ বছরের আল-ওয়েইস খুব ভাল মানের গোলকিপার। দেশের হয়ে ২০১৫ সাল থেকে খেলছেন। দেশের জার্সিতে খেলেছেন ৪১টি ম্যাচ। যোগ্যতা নির্ণয়ক পর্বের ম্যাচে বেশ ভাল কিছু গোল বাঁচিয়েছিলেন। পেনাল্টি বাঁচাতে দক্ষ। রাশিয়া বিশ্বকাপে উরুগুয়ের বিরুদ্ধে একটা ম্যাচে খেলে নজর কেড়েছিলেন। যদিও সেই ম্যাচে সৌদি হেরেছিল ০-১ গোলে। নিজের দেশের বিখ্যাত ক্লাব আল হিলাল এসএফসি-র হয়ে খেলেন। এবার মেসিদের সামনে পাহাড় হয়ে দাঁড়াতে চান আল-ওয়েইস।
২) গুইলেরমো ওচোয়া (মেক্সিকো): দুনিয়ার অন্যতম সেরা গোলকিপার। মেক্সিকোর হয়ে পাঁচটা বিশ্বকাপ খেলতে চলেছেন গোলকিপার গুইলেরমো ওচোয়া। আগামী ২৬ নভেম্বর মেক্সিকোর বিরুদ্ধে নামছেন মেসিরা। বিশ্বকাপে ওচোয়া মানেই অবিশ্বাস্য কিছু। ঝাঁকড়া চুলের ওচোয়া ৩৭ বছর বয়েসেও অবিশ্বাস্য সেভ করে চলেছেন। দেশের হয়ে ১৭ বছর খেলছেন। মেক্সিকোর জার্সিতে ১৩০টা ম্যাচে খেলা হয়ে গিয়েছে মেমো নামে পরিচিত ওচোয়ার। গত বছর রাশিয়া বিশ্বকাপে জার্মানির বিরুদ্ধে ৯টা সেভ করে দলের জয়ে বড় অবদান রেখেছিলেন। রাশিয়া বিশ্বকাপে ওচোয়া দলের হয়ে মোট ২৭টা গোল বাঁচিয়েছিলেন। ২০২০ টোকিও অলিম্পিকে মেক্সিকোকে অলিম্পিক পদক জেতান ওচোয়া।
৩) ওজেচিকেয় স্কিজেসনি (পোল্যান্ড): পোলিশদের বিরুদ্ধে আর্জেন্টিনা নামবে ১ ডিসেম্বর। পোল্যান্ডের এক নম্বর গোলকিপার বার্তোমেজ বেরেসজাইনস্কি মারাত্মক চোট পাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। তিনি খেলতে না পারায় লেওয়ানডেস্কির পোল্যান্ডের গোল সামলাতে চলেছেন ওজেচিকেয় স্কিজেসনি । ৬ ফুট ৫ ইঞ্চির স্কিজেসনি খেলেন ইতালির ক্লাব জুভেন্তাসের হয়ে। পোল্যান্ডের হয়ে ৬৬টা ম্যাচ খেলা স্কিজেসনি লম্বা দূরত্ব থেকে নেওয়া নিখুঁত আগুনের গোলার মত শট রুখতে দারুণ পারদর্শী।