Sunday, August 17, 2025
HomeখেলাFIFA World Cup 2022: শাকিরার টুইট, নস্ট্যালজিয়ায় ভাসল ফুটবল বিশ্ব!

FIFA World Cup 2022: শাকিরার টুইট, নস্ট্যালজিয়ায় ভাসল ফুটবল বিশ্ব!

Follow Us :

চলতি ফুটবল বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স মরক্কোর (Morocco)। পর্তুগালকে (Portugal) হারিয়ে বিশ্বকাপে প্রথমবারের জন্য সেমিফাইনালে পৌঁছে গিয়েছে এন নাসেরিরা। আফ্রিকার এই দেশটির ডিফেন্স প্রশংসা কুড়িয়ে নিয়েছে প্রত্যেকের। ব্যতিক্রম নন শাকিরাও (Shakira)। মরক্কো (Morocco) সেমিফাইনালে যাওয়ার পরই তিনি টুইট করেন-This Time for Africa!

উল্লেখ্য, ২০১০ সালের বিশ্বকাপে টাইটেল সং গেয়েছিলেন শাকিরা (Shakira)। সেই গানেরই একটি লাইন-This Time for Africa! শাকিরার এই টুইট পুরনো স্মৃতি অনেকটা উসকে দিয়েছেন ফুটবলপ্রেমীদের মনে। একইসঙ্গে নস্ট্যালজিয়ায় ভাসে ফুটবল বিশ্ব।

শনিবার কোয়ার্টার ফাইনালে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস লিখল মরক্কো। আরও একটি রূপকথার রাত অ্যাটলাস লায়ন্সদের।‌ ক্রোয়েশিয়াকে রুখে দেওয়ার পর বেলজিয়াম, স্পেন, পর্তুগালের বিরুদ্ধে জয়। বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকার দেশ হিসেবে সেমিফাইনালে মরক্কো। ম্যাচের একমাত্র গোল করেন এন নাসেরি। নেইমারের পর বিশ্বকাপ থেকে বিদায় রোনাল্ডোরও। 

এদিনও রোনাল্ডোকে রিজার্ভ বেঞ্চে রেখে শুরু করেন ফার্নান্দো স্যান্টোস।‌ কিন্তু আগের ম্যাচের হ্যাটট্রিক বয় গনসালো রামোসকে প্রথমার্ধে যথেষ্ট নিষ্প্রভ দেখায়। তবে প্রথম মিনিট থেকেই আগ্রাসী ফুটবল খেলে পর্তুগাল। বলের দখল পুরোপুরি ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফেলিক্সদের ছিল। 

ম্যাচের ৩০ মিনিটে গোল লক্ষ্য করে জোয়াও ফেলিক্সের শট বিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়। কিন্তু মাথা ঠান্ডা রেখে নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে ম্যাচ ধরার চেষ্টা করে মরক্কো। দুই প্রান্তকে সচল রাখেন বউফল এবং জিয়েচ। ম্যাচের ৪২ মিনিটে এগিয়ে যায় মরক্কো। বাঁ দিক থেকে বক্সে বল ভাসিয়ে দেন এল ইদ্রিসি।‌ গোল ছেড়ে বেরিয়ে আসেন কোস্তা। পর্তুগালের গোলকিপার বলের নাগাল পাওয়ার আগেই হেডে বল জালে জড়িয়ে দেন এন নাসেরি। 

ভাগ্য সহায় থাকলে বিরতির আগেই সমতা ফেরাতে পারত পর্তুগাল। কিন্তু ৪৫ মিনিটে ব্রুনোর শট ক্রসপিসে লাগে। দ্বিতীয়ার্ধে কোনও সময় নষ্ট না করে ৫১ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে নামান স্যান্টোস। নেমেই মরক্কোর বক্সে ঢুকে পড়েন তারকা ফুটবলার। কিন্তু সেই ক্ষিপ্রতার অভাব। অ্যাটাকিং থার্ডে যাবতীয় আক্রমণ আটকে যায়। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি থেকে পুরো খেলাটাই মরক্কোর অর্ধে হয়। একের পর এক আক্রমণ শানায় পর্তুগাল। কিন্তু মরিয়া রক্ষণ মরোক্কানদের। ম্যাচের ৮৩ মিনিটে রোনাল্ডোর পাস থেকে জোয়াও ফেলিক্সের বাঁক খাওয়ানো শট ডানদিকে ঝাঁপিয়ে বাঁচান মরক্কো কিপার বোনো। অতিরিক্ত সময়ে রোনাল্ডোর শট বাঁচান বোনো। আট মিনিট স্টপেজ টাইমের দু’মিনিটের মাথায় দ্বিতীয় হলুদ কার্ড (লাল) দেখে মাঠ ছাড়েন চেডেইরা। শেষ ছ’মিনিট দশজনে খেলে মরক্কো। কিন্তু তার ফায়দা নিতে পারেননি রোনাল্ডোরা। 

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Election Commission | ভোট চুরি নিয়ে কী বলল নির্বাচন কমিশন? দেখুন এই ভিডিও
00:00
Video thumbnail
Election Commission | কমিশনের কাঁধে ব/ন্দু/ক রেখে রাজনীতি করা হচ্ছে! আমরা কোনও ভেদাভেদ করি না
00:00
Video thumbnail
Election Commission | কেন SIR প্রয়োজন? কী ব্যাখ্যা দিল কমিশন? দেখুন এই ভিডিও
00:00
Video thumbnail
West Bengal | Election Commission | পশ্চিমবঙ্গে কবে SIR? কী জানাল নির্বাচন কমিশন? দেখুন বিগ আপডেট
00:00
Video thumbnail
Rahul Gandhi | দেশজুড়ে SIR বি/ত/র্ক, এই আবহে রাহুলের পদযাত্রা, নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স
00:00
Video thumbnail
Election Commission | বিহারে SIR-এর পর নির্বাচন কমিশনের প্রথম সাংবাদিক বৈঠক, দেখুন সরাসরি
00:00
Video thumbnail
Rahul Gandhi | বিহারে রাহুলের পদযাত্রা শুরু হতেই এ কি হল..দেখুন এই ভিডিও
00:00
Video thumbnail
Narendra Modi | RSS | লালকেল্লায় RSS-কে NGO বলে প্রশ্নের মুখে মোদি? দেখুন স্পেশাল রিপোর্ট
07:56:41
Video thumbnail
Rahul Gandhi | বিহারে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ, এই আবহে রাহুলের পদযাত্রা, দেখুন সরাসরি
01:57:50
Video thumbnail
Donald Trump | 'ট্রাম্প মাস্ট গো' হোয়াইট হাউসের বাইরে এ কী অবস্থা? দেখুন এই ভিডিও
02:59