কাতার: ৩৬ বছর পর বিশ্বকাপ (World Cup) জিতেছে আর্জেন্টিনা (Argentina)। ফ্রান্সের (France) বিরুদ্ধে এক অবিশ্বাস্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে (Tiebreaker) জিতে কাপ ওঠে লিওনেল মেসির (Lionel Messi) হাতে। আর্জেন্টিনার মানুষ তো বটেই, দুনিয়াজুড়ে নীল-সাদা এবং মেসির সমর্থকরা জয়ের আনন্দে উৎসবে মেতে উঠেছে। কিন্তু উৎসবের মধ্যেই বিঁধছে ছোট্ট কাঁটা। কয়েকটি বিষয় নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্কের।
মেসির গায়ে আরবের আলখাল্লা:
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তখন শেষ মুহূর্ত উপস্থিত। ব্যক্তিগত বিভাগের পুরস্কার দেওয়া হয়ে গিয়েছে। বাকি আসল জিনিস, অর্থাৎ বিশ্বকাপটা মেসির হাতে তুলে দেওয়া। তুলে দেওয়া হল কিন্তু তার আগে তাঁকে পরিয়ে দেওয়া হল বিস্ত (Bisht)। বিস্ত হল আরবের ছেলেদের একটি ট্র্যাডিশনাল (Traditional Outfit) পোশাক যা পরা হয় বিশেষ বিশেষ অনুষ্ঠানে। এটাও বিশেষ মুহূর্ত তাতে সন্দেহ নেই, কিন্তু প্রশ্ন উঠছে, আর্জেন্টিনার জয়ের আনন্দে কিছুটা হলেও কি চোনা পড়ল? আরব দেশের সংস্কৃতি (Arabic Culture) কি জোর করে চালিয়ে দেওয়া হল না? এ নিয়ে নানা মুনির নানা মত।
আরও পড়ুন: French Fans and Police Clash: হারের পর উত্তাল ফ্রান্স! চলল পুলিশের লাঠি, কাঁদানে গ্যাস
এমি মার্তিনেজের ‘অশ্লীল’ ভঙ্গি:
Oh my god – Emiliano Martinez ?#FIFAWorldCup pic.twitter.com/pFQhHRpZxd
— Peter Gillibrand (@GillibrandPeter) December 18, 2022
সোনালি দস্তানার পুরস্কার এবার তাঁকে ছাড়া কাউকে দেওয়ার কথা ভাবাই যায় না। ম্যাচের পর ম্যাচ মেসিদের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অ্যাস্টন ভিলায় (Aston Villa) খেলা গোলকিপারটি। ফাইনালেও শেষ মুহূর্তে একটি অবিশ্বাস্য সেভ এবং টাইব্রেকারে দ্বিতীয় শট বাঁচিয়ে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেন। কিন্তু গোল্ডেন গ্লাভস পুরস্কার হাতে নিয়ে এমি মার্তিনেজ (Emi Martinez) যা করলেন তা বেশ দৃষ্টিকটু লেগেছে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা ভাইরালও হয়ে পড়েছে।
এমবাপের জন্য এক মিনিটের নীরবতা:
“A minute of silence for … Mbappe!” ?
Emiliano Martinez during Argentina’s dressing room celebration.
(via nicolasotamendi30/Instagram) pic.twitter.com/dwm3IrUNWG
— ESPN FC (@ESPNFC) December 18, 2022
এই বিতর্কের কাণ্ডারি সেই মার্তিনেজই। রবিবার আর্জেন্টিনা এবং মেসির কাপ জয়ের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe)। ২৩ বছরের ছেলেটা হ্যাটট্রিক (Hattrick) করেন। বিশ্বকাপ ফাইনালের মঞ্চে হ্যাটট্রিক হল ৫৬ বছর পর। এমন বিরল কীর্তির পরেও পরাজিত দলে থেকে শেষ করেন এমবাপে। ড্রেসিং রুমে নেচেগেয়ে সেলিব্রেশন করছিলেন মার্তিনেজরা। তার মধ্যেই হঠাৎ সবাইকে হাত তুলে থামান তিনি। বলে ওঠেন, এমবাপের জন্য এক মিনিটের নীরবতা। কয়েক সেকেন্ড সবাই চুপ থাকার পর ফের শুরু হয় জয়োল্লাস।