কলকাতা: সম্প্রতি কেএল রাহুলকে কেন্দ্র করে দুই প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মধ্যে বচসা তুঙ্গে। এই দুই প্রাক্তন ক্রিকেটার হলেন ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad) এবং আকাশ চোপড়া (Aakash Chopra)। সোশ্যাল মিডিয়াকে অস্ত্র করে একে অপরকে নিশানা করতে থাকেন। সাম্প্রতিক এই বিতর্ক নিয়ে কলকাতা টিভি-কে প্রথম প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া। প্রসাদ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, ‘যে যা বলছে বলুক, আমি এসব থেকে বেরিয়ে আসতে চাই। ভেঙ্কি ভাই-এর সঙ্গে আমার যে বাক্যালাপ হয়েছে সেটা আমি হাল্কা ভাবেই দেখছি।’
প্রসঙ্গত, সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের ভিডিয়োয় রাহুলের পাশে দাঁড়ানোর পাশাপাশি ভেঙ্কটেশ প্রসাদকে কটাক্ষ করেন আকাশ চোপড়া। তিনি বলেন, ‘রাহুল রাতারাতি রোহিতের মতো খেলবে এমন দাবি করছি না। কিন্তু আমি আপনাকে শান্ত থাকার অনুরোধ করছি। নির্দিষ্ট কোনও বিষয়ে কথা বলার থাকলে, দয়া করে সেটা বিক্রি করার চেষ্টা করবেন না। পরিসংখ্যানের ব্যাপারে কথা বলুন।’
এরপরেই প্রসাদকে নিজের ইউটিউব চ্যানেলের অতিথি হওয়ার জন্য ডাকেন আকাশ। লেখেন, ‘আপনার বার্তা কিছুই বুঝতে পারছি না। আপনি বরং আমার সঙ্গে একটা ভিডিয়ো চ্যাটে আসুন। মতপার্থক্য থাকতেই পারে। সেটা ভাল ভাবে হোক। ওই ভিডিয়ো থেকে কোনও আর্থিক সাহায্য আমি চাই না। রাজি থাকলে আমার নম্বরে ফোন করতে পারেন।’
আরও পড়ুন: Venkatesh Prasad-Aakash Chopra: ভারতের দুই প্রাক্তন ক্রিকেটারের মধ্যে বচসা তুঙ্গে !
প্রসাদ পাল্টা দিয়ে লেখেন, “কোনও কথাই বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। তোমার ১২ মিনিটের ভিডিয়োয় একাধিক বার আমায় প্রচারমুখী বলে কটাক্ষ করেছ। কারণ তোমার সঙ্গে সহমত হইনি আমি। আমার যুক্তিগুলো স্ফটিকের মতো স্বচ্ছ। টুইটারে সব লেখা রয়েছে। তোমার সঙ্গে এ নিয়ে আমার আর কোনও কথা বলার নেই।”