চেন্নাই: এল ক্লাসিকো (El Classico) মানে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ। আর আইপিলের (IPL) এল ক্লাসিকো মানেই মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) বনাম চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। টুর্নামেন্টের ইতিহাসে দুই সফলতম দল। মুম্বই চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার আর চেন্নাই চারবার। আজ শনিবাসরীয় বিকেলে মুখোমুখি হচ্ছে দুই দল। রোহিত শর্মাদের (Rohit Sharma) ডেরা, ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁদের হারিয়েছিল মহেন্দ্র সং ধোনির (MS Dhoni) টিম। আজ বদলার দিন। এই আইপিএলে বদলার ট্রেন্ডটা ভালোই লক্ষ করা যাচ্ছে। কিন্তু মুম্বইয়ের বদলার লক্ষ্যে বাদ সাধতে পারে আবহাওয়া। আজ চেন্নাইতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পুরোদমে।
অসময়ের বৃষ্টিতে ভিজছে গোটা দেশ। চেন্নাইতেও (Chennai) আজ সম্ভাবনা তার রয়েছে। পূর্বাভাস বলছে, আজ ৫৫ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ৩৩ শতাংশ সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের। সন্ধের দিকে বজ্রবিদ্যুতের (Thunderstorm) সম্ভাবনা ১৭ শতাংশ কমে গেলেও বৃষ্টির সম্ভাবনা বাড়ছে ৬৪ শতাংশ। আকাশ সম্পূর্ণ মেঘাচ্ছন্ন থাকার কথা। ম্যাচ ঠিক সময়ে শুরু হলেও পরের দিকে বৃষ্টিতে বিঘ্নিত হতে পারে। ম্যাচ পুরোপুরি পণ্ড হবে এমন বৃষ্টি না হলেও বারদুয়েক থামতে পারে।
আরও পড়ুন: Stadium Bulletin | কেকেআরের জয়ের রহস্য থেকে মারাদোনার আশীর্বাদ, দেখুন স্টেডিয়াম বুলেটিনে
লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে চেন্নাইয়ের আগের ম্যাচ বৃষ্টিতে বাতিল হয়ে গিয়েছিল। দুই দল এক এক করে পয়েন্ট পায়। তার আগের দুই ম্যাচেও জয় আসেনি ধোনিদের। হারতে হয়েছে রাজস্থান রয়্যালস (RR) এবং পঞ্জাব কিংসের (PBKS) কাছে। লিগ টেবিলে এখনও তিন নম্বরে থাকলেও সাম্প্রতিক ফর্ম পড়তির দিকে। অন্যদিকে শেষ দুই ম্যাচে জিতেছে। তাদের ব্যাটিং লাইন আপ বিধ্বংসী ফর্মে রয়েছে।
দুটো ম্যাচে ২০১ রানের বেশি লক্ষ্য ছুঁয়েছে রোহিতের দল। বোলাররা মার খেলেও ঘাটতি পূরণ করে দিচ্ছেন ব্যাটাররা। চেন্নাইয়ের শক্তি আবার মূলত বোলিং। তুষার দেশপান্ডে, মহেশ থিকাসানা, রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), মইন আলি (Moeen Ali), মাথিশা পাথিরানা প্রতিপক্ষ ব্যাটারদের বেগ দিচ্ছেন। আজ বৃষ্টি ব্যাঘাত না ঘটালে দেখা যাবে মুম্বই ব্যাটিং এবং চেন্নাই বোলিংয়ের দ্বৈরথ। মুখোমুখি রেকর্ডে অবশ্য এগিয়ে আছে মুম্বই। ৩০ বারের সাক্ষাতে নীতা আম্বানির (Nita Ambani) দল জিতেছে ২০ বার, চেন্নাই ১৫ বার।