গোয়া: শুরু হয়ে গিয়েছে ৩৭তম ন্যাশনাল গেমস (National Games 2023)। জাতীয় স্তরের সেরা ক্রীড়া প্রতিযোগিতা চলবে ৯ নভেম্বর পর্যন্ত। এই প্রথমবার ন্যাশনাল গেমস আয়োজনের দায়িত্ব পেয়েছে গোয়া (Goa)। গত বছরই উপকূল রাজ্যে হওয়ার কথা ছিল কিন্তু কিছু সমস্যার কারণে শেষ পর্যন্ত গুজরাতে (Gujarat) আয়োজিত হয়।
এবারের ন্যাশনাল গেমসে ৪৩টি খেলায় অংশ নেবেন ১০ হাজারের বেশি খেলোয়াড়। এ বছর নতুন কয়েকটি ক্রীড়া সংযোজিত হয়েছে। ঢুকেছে স্কোয়ে মার্শাল আর্টস, রোল বল, সেপাকটাক্র, কালারিয়াপাট্টু, পেনস্যাক সিল্যাট এবং মিনি গলফ। ২০২২ সালের গুজরাত ন্যাশনাল গেমস থেকে বাদ পড়েছিল ইয়টিং এবং তাইকোন্ডো। এই দুটি খেলাও এবার যোগ হয়েছে।
আরও পড়ুন: প্রথম ন্যাশনাল গেমস কবে কোথায় হয়েছিল জানেন?
Goa is all set to embrace the spirit of sports at the #37thNationalGames! ??
Are you ready to witness the thrill, passion, and excellence of this grand sporting event #GetSetGoa #NationalGamesGoa2023 #Apnekhiladi @tsagofficial @Media_SAI @WeAreTeamIndia pic.twitter.com/MTfZm4hykl
— National Games (@Nat_Games_Goa) October 26, 2023
এ বছর ৪৩টি আলাদা ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে চলেছেন ১০ হাজারেরও বেশি অ্যাথলিট। গোয়ার পাঁচটি শহর মিলিয়ে চলবে নানা ধরনের খেলা— মাপুসা, মারগাও, পাঞ্জিম, পোন্ডা এবং ভাস্কো।
এই প্রতিযোগিতার পথচলা শুরু হয়েছিল আজ থেকে ৯৯ বছর আগে। তখন কিন্তু ন্যাশনাল গেমস নাম ছিল না। নাম ছিল ইন্ডিয়ান অলিম্পিক গেমস (Indian Olympic Games)। ১৯২০ সালের শুরুতে ভারতে অলিম্পিক নিয়ে পদক্ষেপ শুরু হয়। সে বছর অ্যান্টার্প অলিম্পিক্সে যোগ দিয়েছিল ভারত। এরপর গঠিত হয় ইন্ডিয়ান অলিম্পিক কমিটি (IOC)। ১৯২৪ সালের প্যারিস অলিম্পিক্সের জন্য অ্যাথলিটদের নির্বাচন করতেই আয়োজিত হয় প্রথম ইন্ডিয়ান অলিম্পিক গেমস।