কলকাতা: দীর্ঘ দু বছর পর ইডেন গার্ডেন্সে ফিরছে ক্রিকেট| একইসঙ্গে ফিরছে সমর্থকও| আগাী ২১ নভম্বর ইডেন গার্ডেন্সে ৭০ শতাংশ দর্শক নিয়ে হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ড টি টোয়েন্টি ম্যাচ| আর তাতেই খানিকটা স্বস্তির আবহ ক্রিকেট প্রেমীদের মধ্যে|
করোনার আবহে ক্রিকেট শুরু হয়েছে| কিন্তু দর্শক প্রবেশের ওপর রয়েছে কড়া নিষেধাজ্ঞা| ভারতের মাটিতে আইপিএল শুরু হলেও ফের করোনার বাড়াবাড়িতে মাঝপথেই তা বন্ধ হয়ে গিয়েছে| যদিও দুবাইয়ের মাটিতে পরবর্তী পর্বের আইপিএল শেষ হয়|
করোনার জন্য ভারতের মাটি থেকে বিশ্বকাপ সরিয়ে নিয়ে যায় বিসিসিআই| যদিও দুবাইয়ে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে আইসিসি| ধীরে ধীরে ভারতেও করোনার নিষেধাজ্ঞায় শীথিলতা আনা হচ্ছে|
এবার রাজ্য সরকারের অনুমতিতে প্রায় ভর্তি দর্শক নিয়েই হতে চলেছে ইডেন গার্ডন্সে ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ| বিশ্বকাপের পরই ভারতে খেলতে আসবে নিউজিল্যান্ড| সিরিজের শেষ টি টোয়েন্টি হবে ইডেন গার্ডেন্সে|
রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী সেই ম্যাচে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি মিলেছিল| শুক্রবার সেই সংখ্যাই বেড়ে গেল আরও ২০ শতাংশ| রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী এবার ৭০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে ইডন গার্ডেন্সে| যদিও সমস্ত বিধি-নিষেধ মেনেই হবে কাজ|
এতেই সিএবির অন্দরে যেমন স্বস্তির আবহ, তেমনই বাংলার ক্রিকেট প্রেমীরাও উচ্ছ্বসিত|