স্পোর্টস ডেস্ক: ভারতে আয়োজিত হতে চলেছে লেজেনজি টি১০ লিগ ২০২৫ (LegenZ T10 League 2025)। আগামী ৭ অগাস্ট থেকে ১৩ অগাস্ট জয়পুরের (Jaipur) সওয়াই মান সিং স্টেডিয়ামে চলবে এই ধুন্ধুমার টুর্নামেন্ট। এর মধ্যেই ২১ জনের দল ঘোষণা করেছে বেঙ্গল টাইগার্স। তাদের নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার সাদা বলের ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক এবং ঝোড়ো ব্যাটিংয়ে পরিচিত অ্যারন ফিঞ্চ (Aaron Finch)।
ফিঞ্চ ছাড়াও চেনা মুখের মধ্যে আছেন কলকাতা নাইট রাইডার্সের (KKR) সহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল (IPL) খেলা ক্রিস লিন। অজি অলরাউন্ডার ড্যানিয়েল ক্রিশ্চিয়ান এবং জিম্বাবোয়ের বোলার ক্রিস্টোফার এমপোফুর নামও আছে। এছাড়া একগুচ্ছ ভারতীয় তরুণ ক্রিকেটার রয়েছে দলে। ক্রিকেটের নবতম ফর্ম্যাটে ফিঞ্চের অভিজ্ঞতা এবং তারকা স্টেটাস দলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তাতে সন্দেহ নেই।
আরও পড়ুন: ব্রুকের পাল্টা আক্রমণ, তবু এখনও এগিয়ে ভারতই
এই টুর্নামেন্টের লক্ষ্যই হল তৃণমূল স্তরের ক্রিকেটারদের আন্তর্জাতিক তারকাদের সঙ্গে এক ব্র্যাকেটে নিয়ে আসা। যার জন্য এর ট্যাগলাইন হয়েছে ‘গালি টু গ্লোরি’। গলি ক্রিকেট খেলা ছেলেরা এই টুর্নামেন্টে নামী ক্রিকেটারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলার সুযোগ পাবেন। ঠিক যেমন বেঙ্গল টাইগার্সের ক্ষেত্রে হতে চলেছে।
লিগ পর্যায়ে প্রতিদিন তিনটি করে খেলা হবে, দুপুর ৩টে, বিকেল ৫টা এবং সন্ধে ৭টায়। ১২ অগাস্ট কোয়ালিফায়ার ১ হবে বিকেল ৪টে থেকে সন্ধে ৬টায়। এলিমিনেটর হবে সন্ধে ৬টা থেকে রাত ৮টা এবং কোয়ালিফায়ার টু হবে রাত ৯টা থেকে ১১টা। পরের দিন অর্থাৎ ১৩ অগাস্ট সন্ধে ৭টায় আয়োজিত হবে ফাইনাল।
দেখুন অন্য খবর: