Sunday, August 3, 2025
HomeScrollঋতুরাজের চোট, টেস্ট দলে সুযোগ বাংলার অভিমন্যুর  

ঋতুরাজের চোট, টেস্ট দলে সুযোগ বাংলার অভিমন্যুর  

Follow Us :

কলকাতা: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে টেস্ট সিরিজের (Test Series) দলে সুযোগ পেলেন বাংলার অভিমন্যু ঈশ্বরন (Abhimanyu Easwaran)। একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। স্ক্যান করার পর বোঝা যায় আঘাত গুরুতর, ফলে সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন তিনি। ঋতুরাজের জায়গাতেই দলে আসলেন অভিমন্যু।

টি২০ সিরিজ ১-১ ড্র এবং ওডিআই সিরিজ ২-১ জেতার পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। প্রথম টেস্ট সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে, শুরু ২৬ ডিসেম্বর। দ্বিতীয় টেস্ট শুরু ৩ জানুয়ারি, খেলা হবে কেপটাউনের নিউল্যান্ডসে।

আরও পড়ুন: ভারতের টেস্ট সিরিজ জেতার সম্ভাবনা ৬৫ শতাংশ!

 

শনিবার দুপুর ২টো নাগাদ বিবৃতি দিয়ে বিসিসিআই (BCCI) জানায়, “গেকেবেরহায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে ডানহাতের অনামিকায় চোট পান ঋতুরাজ গায়কোয়াড়। স্ক্যান করানো হয় এবং বিশেষজ্ঞের পরামর্শে বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁকে সফর থেকে সরিয়ে নিয়েছে। চোটের শুশ্রুষা করতে এনসিএ-তে (NCA) যোগ দেবে ঋতুরাজ। পুরুষদের নির্বাচক কমিটি পরিবর্ত হিসেবে অভিমন্যু ঈশ্বরনের নাম ঘোষণা করেছে।”

বাংলার হয়ে ওপেন করা অভিমন্যুর নাম জাতীয় দলের জন্য অনেকবার ভেসে উঠেছে। তবে এখনও অভিষেক ঘটেনি তাঁর। প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৮টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি। ৪৭.২৪ গড়ে করেছেন ৬৫৬৭ রান। অভিমন্যুর ঝুলিতে রয়েছে ২২টি শতরান এবং ২৬টি অর্ধশতরান। তবে, স্কোয়াডে সুযোগ পেলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম এগারোয় সুযোগ পাওয়ার কথা নয় বাংলার ওপেনারের। রোহিত শর্মা এবং শুভমান গিলই ভারতের ইনিংস শুরু করবেন।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39