Friday, August 1, 2025
HomeIPL 2025পাকিস্তান বধ করে সাজঘরে উদ্দাম নাচলেন আফগানরা  

পাকিস্তান বধ করে সাজঘরে উদ্দাম নাচলেন আফগানরা  

Follow Us :

চেন্নাই: একবার নয়, বিশ্বকাপে দু’বার অঘটন ঘটাল আফগানিস্তান (Afghanistan)। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে (England) হারানোর পর সোমবার পাকিস্তানকে (Pakistan) নাস্তানাবুদ করেছেন রশিদ খানরা (Rashid Khan)। যে বিষয়টা চোখে পড়েছে তা হল এবার আফগানদের জিতিয়েছে তাদের ব্যাটিং। অথচ তাদের শক্তি বোলিং, ব্যাটিং নয়। পাকিস্তান বধ করার পর উচ্ছ্বাসে মাতলেন আফগান ক্রিকেটাররা। ড্রেসিং রুমে চলল উদ্দাম নাচ। রশিদ মুজিবরা টেবিলের উপর উঠে নাচানাচি করলেন। সেই দৃশ্যের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।

পাকিস্তানের সঙ্গে ভারতের যেমন রাজনৈতিক টানাপড়েন, আফগানিস্তানের সঙ্গেও তাই। ওপেনার ইব্রাহিম জাদরান (Ibrahim Zadran) এই জয় পাকিস্তানকে তাড়িয়ে দেওয়া আফগানদের উৎসর্গ করেছেন। বোঝাই যাচ্ছে দুই দেশের মধ্যে সম্পর্ক ঠিক কেমন। এই আবহে বাবর আজম অ্যান্ড কোং হারিয়ে স্বভাবতই সপ্তম স্বর্গে রশিদরা। ম্যাচের পরে প্রথমে মাঠে ভিকট্রি ল্যাপ দিলেন, তারপর সাজঘরে নাচলেন।

আরও পড়ুন: নবমীর রাতেই কি বাবর আজমদের বিসর্জন হয়ে গেল?

 

একদিকে যেমন আনন্দের আলো, অন্যপক্ষে হতাশার অন্ধকার। নবমীর রাতেই সম্ভবত বিসর্জন হয়ে গেল পাকিস্তানের। এখনও চারটে ম্যাচ বাকি আছে তাদের। সেমিফাইনালে যাওয়ার সুযোগও আছে। কিন্তু বাবর আজমরা (Babar Azam) যে মানের ক্রিকেট খেলছেন তাতে সেমিফাইনাল যাওয়ার আশা খুব ক্ষীণ। এক তো পয়েন্টের হিসেব, নেট রান রেটেও খারাপ অবস্থা। তাছাড়া আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে হার পাক ক্রিকেটারদের মনোবলে আঘাত করতে বাধ্য।

বরাবর শক্তিশালী বোলিং আক্রমণের জন্য পরিচিত পাকিস্তান। ওয়াসিম আক্রম (Wasim Akram), ওয়াকার ইউনিস, শোয়েব আখতারদের (Shoaib Akhtar) উত্তরসূরিরা যা পারফরম্যান্স দিচ্ছেন তা পাতে দেওয়ার যোগ্য না। না পেস, না স্পিন, কোনও বিভাগই দাগ কাটতে পারছে না। এর সঙ্গে যোগ হয়েছে জঘন্য ফিল্ডিং। জঘন্য বললেও কম বলা হয়। শাহিন আফ্রিদিরা (Shahin Afridi) আফগানিস্তান ম্যাচে যেরকম ফিল্ডিং করেছেন তার ক্লিপিংস দিয়ে ইউটিউবে ‘ফানি ভিডিও’ আসতে চলেছে খুব শিগগির।

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39