ওয়েব ডেস্ক: প্রায় দু’বছর আগে দেশের হয়ে শেষবার টেস্ট ম্যাচ খেলতে দেখা গিয়েছিল অজিঙ্ক রাহানেকে (Ajinkya Rahane)। একসময় ভারতীয় টেস্ট দলের (Indian Test Team) অন্যতম স্তম্ভ ছিলেন। মিডল অর্ডার সামলাতেন দায়িত্ব নিয়ে। কিন্তু এখন তিনি জাতীয় দলের পরিসরে প্রায় অচেনা একজন হয়ে উঠছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেও নির্বাচকদের নজর কাড়তে পারছেন না। এবার সেই চাপা ক্ষোভ উগরে দিলেন এই মুম্বইকর।
বর্তমানে ইংল্যান্ডে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির (Anderson-Tendulkar Trophy) তৃতীয় টেস্ট ম্যাচ দেখতে লন্ডনে গিয়েছেন রাহানে। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমি এখনও টেস্ট ক্রিকেট খেলতে চাই। আমি এই ফরম্যাটকে ভালোবাসি। চেষ্টা করেছিলাম নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করার, কিন্তু কোনও উত্তর পাইনি।” তাঁর গলায় হতাশা স্পষ্ট — “আমি শুধু সেটাই করতে পারি যা আমার হাতে রয়েছে। আর সেটা হল, ভালো খেলা।”
আরও পড়ুন: লর্ডসে ঐতিহাসিক ইনিংস! ভিভ রিচার্ডসকেও টপকে গেলেন পন্থ
রাহানের দাবি, ২০২৩ সালে ওভালে হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে (WTC Final 2023) ভারতীয় দলের মধ্যে সবচেয়ে বেশি রান তাঁরই ছিল। সেই গুরুত্বপূর্ণ ম্যাচের দুই ইনিংসে তিনি মোট ১৩৫ রান করেছিলেন। তার পরেও তাঁকে আর রাখা হয়নি জাতীয় দলে। অথচ তখন থেকে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন, রান করছেন, নেতৃত্ব অবধি দিয়েছেন মুম্বইকে। রনজি ট্রফি থেকে সৈয়দ মুস্তাক আলি — একাধিক ট্রফিই এসেছে তাঁর অধিনায়কত্বে। কিন্তু তা সত্ত্বেও খোলেনি জাতীয় দলের দরজা।
চলতি মরসুমে রনজিতে ১২টি ম্যাচে রাহানের ব্যাট থেকে এসেছে ৪৩৭ রান। কিন্তু এত কিছুর পরও জাতীয় দলে ব্রাত্যই থেকে গেলেন রাহানে। বাধ্য হয়ে নিজেই যোগাযোগ করার চেষ্টা করেছিলেন নির্বাচকমণ্ডলীর সঙ্গে, যদিও কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে অভিযোগ করেছেন তিনি।
দেখুন আরও খবর: