স্পোর্টস ডেস্ক: অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির (Anderson-Tendulkar Trophy) সব ম্যাচ পঞ্চম দিন পর্যন্ত গড়িয়েছে। তিনটেয় ফয়সালা হয়েছে আর একটা ড্র। ওভালে সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট পাঁচদিন পর্যন্ত যাবে না, আজ, চতুর্থ দিনেই শেষ হয়ে যাবে। ইংল্যান্ডকে (England) জিততে হলে আরও ৩২৪ রান করতে হবে। ক্রিস ওকস ব্যাটিং করতে পারবেন না, তাই ভারতের জয়ের জন্য চাই আর আট উইকেট।
৩৭৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামেন জাক ক্রলি এবং বেন ডাকেট। ভালো শুরু করেছিলেন, ওপেনিং জুটিতে ৫০ রানও করে ফেললেন। কিন্তু দিনের একেবারে শেষে বোকা বনে প্যাভিলিয়নে ফিরলেন ক্রলি। ভারত অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) বাউন্সার দেওয়ার মতো ফিল্ডিং সাজিয়েছিলেন। মহম্মদ সিরাজ (Mohammad Siraj) দিলেন ইনসুইঙ্গিং ইয়র্কার। নড়ে গেল ক্রলির স্টাম্প।
আরও পড়ুন: রবিবাসরীয় দিবসে ক্রিকেটের থ্রিলার, জিতবে কে?
আজ রবিবার, ছুটির দিন। ভারত সমর্থকরা জমিয়ে খাওয়াদাওয়া করে টিভির সামনে বসবেন। কোনও সন্দেহ নেই, এই ম্যাচে গিলরাই ফেভারিট। কিংবা হয়ে উঠতে পারে লর্ডস টেস্টের মতো থ্রিলার। এই উইকেটে চতুর্থ দিন ৩২৪ রান করা অসম্ভব না হলেও অত্যন্ত কঠিন কাজ। হেডিংলিতে ইংল্যান্ডের রান তাড়ার কথা মাথায় আছে। তবে সেটা ছিল পাটা পিচ, এটা সবুজ, প্রাণবন্ত।
রবিবার বেন ডাকেট (Ben Duckett) এবং জো রুটকে (Joe Root) দ্রুত তুলে নিতে পারলেই কাজ অর্ধেক হাসিল। বাজবল খেলে ২০০-২৫০ রানের লক্ষ্য ছোঁয়া যায়, কিন্তু ৩৫০+ স্কোর নয়। সম্ভবত সেটা বুঝেই শনিবার ধীরেসুস্থে খেলছিলেন ডাকেট। প্রথম ইনিংসের মতো উল্টোপাল্টা শট চালাচ্ছিলেন না। শুধু বাজবলে হবে না, দরকার ইংল্যান্ডের দরকার ‘বাজবল উইথ ব্রেন’।
দেখুন অন্য খবর: