ওয়েব ডেস্ক: লর্ডসে হেরে সিরিজ (Anderson Tendulkar Trophy) বাঁচানোর লড়াইয়ে ম্যাঞ্চেস্টার টেস্ট (Manchester Test) খেলতে নেমেছে টিম ইন্ডিয়া। তবে সিরিজের চতুর্থ এই টেস্ট শুরুর আগেই চোট পান আকাশ দীপ এবং অর্শদীপ সিং। তাই দলের বোলিং লাইনআপ সাজাতে অনশুল কম্বোজকে (Anshul Kamboj) সুযোগ দিয়েছেন নির্বাচকরা। গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় টেস্ট দলে অভিষেক হয়েছে ২৪ বছর বয়সী এই পেসারের। ভারতের ৩১৮তম ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেক হল অনশুলের। এদিকে অনিল কুম্বলের পর ম্যাঞ্চেস্টারে টেস্ট অভিষেক (Debut) করলেন অনশুল। কাকতালীয়ভাবে কুম্বলের মতো এক নজিরও রয়েছে অনশুলের নামের পাশে।
২০০০ সালের ৬ ডিসেম্বর হরিয়ানার করনালে জন্মগ্রহণ করেন অনশুল। মিডিয়াম ফাস্ট পেসার হলেও কিছুটা ব্যাটিংও করতে পারেন তিনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ত্রিপুরার বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে হরিয়ানার হয়ে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক হয় তাঁর। এরপরই দ্রুত নজরে আসেন। ২০২৩ সালে রঞ্জি ট্রফিতে কেরালার বিরুদ্ধে এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাস লেখেন তিনি। রঞ্জি ট্রফির ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন অনশুল। তাঁর আগে এই নজির গড়েছেন অনিল কুম্বলেও।
আরও পড়ুন: ম্যাঞ্চেস্টার টেস্টে দারুণ শুরু ভারতের, অপরাজিত দুই ওপেনার
এখনও পর্যন্ত ২৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৭৯টি উইকেট নিয়েছেন অনশুল। তবে ২০২৪-২৫ সালের বিজয় হাজারে ট্রফিতে তিনি ছিলেন অন্যতম সেরা পারফর্মার। ১০ ম্যাচে ১৭ উইকেট নিয়ে শীর্ষ উইকেটশিকারিদের তালিকায় উঠে আসেন তিনি। তাঁর দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই প্রথমবারের জন্য বিজয় হাজারে ট্রফি জেতে হরিয়ানা।
এদিকে ২০২৪ সালে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক হয় অনশুলের। নিলামে মাত্র ২০ লাখ টাকায় তাঁকে কেনে মুম্বই। তবে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পান এবং পরে দল থেকে বাদ পড়েন। এরপর ২০২৫ সালের নিলামে চেন্নাই সুপার কিংস তাঁকে ৩.৪ কোটি টাকায় দলে নেয়। এখনও পর্যন্ত ১১টি আইপিএল ম্যাচ খেলে ১০টি উইকেট নিয়েছেন তিনি।
দেখুন আরও খবর: