গোয়া: কেরালা ব্লাস্টার্সের বড় জয় দিয়ে অভিযান শুরু করেছে এটিকে-মোহনবাগান| তবে সেই ম্যাচ এএখন অতীত| সোমবার থেকেই ডার্বির প্রস্তুতি শুরু সবুজ-মেরুন ব্রিগেডের| কোনওরকম ভুল নয়| আক্রমণাত্মক ফুটবল খেলার ছক কষেই মরসুমের প্রথম ডার্বি জয়ের ছক কষা শুরু আন্তোনিও লোপেজ হাবাসের|
আগামী শনিবার মরসুমের প্রথম ডার্বিতে চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে নামছে মোহনবাগান| শনিবার রিকভারি সেশন সেরে, সন্ধে থেকেই ইস্টবেঙ্গলের ম্যাচে চোখ রেখেছিলেন এটিকে-মোহনবাগান কোচ থেকে ফুটবলাররা| লক্ষ্য ছিল লাল-হলুদ ব্রিগেডের শক্তি, দুর্বলতা দেখে নেওয়া|
একপ্রকার সেই কাজ হয়ে গিয়েছে| সোমবার থেকে সেই মতোই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে এটিকে-মোহনবাগান শিবির| দলে যেমন ডার্বি খেলার অভিজ্ঞ ফুটবলাররা রয়েছেন, তেমনই অনভিজ্ঞরাও রয়েছেন| সেই মতোই তাদের ডার্বির গুরুত্ব বোঝাচ্ছেন প্রীতম কোটালরা|
লাল-হলুদ শিবিরের দু থেকে তিনজন বিদেশি ফুটবলারকে নিয়েই বেশি চর্চা চলছে মোহনবাগান অন্দরমহলে| আর সেখানে সাত নম্বর জার্সিধারী পেরোসেভিচকেই একটু বেশি গুরুত্ব দিচ্ছে সবুজ-মেরুন বাহিনী| তাঁকে আটকানোর ছক কষত শুরু কর দিয়েছেন প্রীতম কোটালও|
When that first whistle goes today, we'll be ready ?⚽#ATKMohunBagan #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #HeroISL pic.twitter.com/M3hgxHNGoH
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) November 19, 2021
তিনি জানান, ‘ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ দেখেছি| দু থেকে তিনজন ভালো বিদেশি রয়েছে| বিশেষকরে সাত নম্বর জার্সিধারী পেরোসেভিচের দুরন্ত স্কীল রয়েছে| তবে আমরাও যথেষ্ট আত্মবিশ্বাসী| আক্রমণাত্মক ফুটবলই এবার প্রধান অস্ত্র আমাদের| একটা গোল হজম করলে চারটে দেওয়ার ক্ষমতা আমাদের রয়েছে’|
আইএসএল শুরু আগেই তাদের পাখির চোখ কোন দুটো ম্যাচ তা জানিয়ে দিয়ছিলেন মোহনহবাগান কোচ| সেই মতো প্রথম ম্যাচ জিতে সাফল্য পেয়েছে| এবার ডার্বি জয়ের পালা| ঘরের মাঠে তারা খেলতে পারছে না| গোয়াতে খেললেও, সমর্থকরা যে তাদের দিকে তাকিয়ে তা ভালভাবেই জানেন প্রীতম কোটাল, শুভাশিস বোসরা| সেই মতোই তো তৈরি হচ্ছে তারা|
সমস্ত দিক বিচার করেই ছক তৈরি রাখছেন আন্তোনিও হাবাস| শুরুতে পিছিয়ে পড়তেই পারে তারা| কিন্তু সেই পরিস্থিতি থেকে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে কেমনভাবে ফিরে আসা যা্য়, সেই পথও তৈরি করে রেখেছেন সবুজ-মেরুন শিবিরের হেডস্যার|
গতবার দুটো ডার্বিই জিতেছিল এটিকে-মোহনবাগান| এবারও চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে সেই ধারা বজায় রাখতে মরিয়া মোহনবাগান|