মেলবোর্ন: ফেব্রুয়ারি-মার্চে ভারতের (Team India) বিরুদ্ধে চার টেস্টের সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া (Australia)। একমাস আগেই তার জন্য ১৮ জনের দল ঘোষণা করে দিল তারা। ভারতের স্পিন সহায়ক পিচের কথা ভেবে স্কোয়াডে চারজন স্পিনার রেখেছে তারা। অভিজ্ঞ এবং দেশের এক নম্বর স্পিনার নাথান লায়ন (Nathan Lyon) তো আছেনই। সঙ্গে রয়েছেন বাঁ হাতি স্পিনার অ্যাশটন অ্যাগার। এছাড়াও ডাক পেয়েছেন লেগস্পিনার মিচেল সোয়েপসন এবং তরুণ প্রতিভাবান অফস্পিনার টড মারফি।
ব্যাটার নির্বাচনে কোনও চমক নেই, তবে ফেরানো হয়েছে পিটার হ্যান্ডসকম্বকে। এছাড়া স্টিভ স্মিথ (Steve Smith), ডেভিড ওয়ার্নার (David Warner), মার্নাস লাবুশেন, উসমান খোয়াজা, ট্রাভিস হেডরা তো আছেনই। অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins), মিচেল স্টার্ক (Mitchell Stark) এবং জশ হ্যাজলউড পেসার হিসেবে প্রথম পছন্দ। এছাড়াও ডাক পেয়েছেন স্কট বোল্যান্ড এবং ল্যান্স মরিস।
আরও পড়ুন: Ranji Trophy: রঞ্জিতে বিস্ফোরক ট্রিপল সেঞ্চুরি পৃথ্বী শ’র, কী কী রেকর্ড করলেন জেনে নিন
অস্ট্রেলিয়ার ১৮ জনের স্কোয়াড: স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন, উসমান খোয়াজা, ট্রাভিস হেড, পিটার হ্যান্ডসকম্ব, ম্যাট রেনশ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, নাথান লায়ন, অ্যাশটন অ্যাগার, মিচেল সোয়েপসন, টড মারফি, স্কট বোল্যান্ড এবং ল্যান্স মরিস।
ভারতে শেষবার অজিদের টেস্ট সিরিজ জয় সেই ২০০৪ সালে। তারপর থেকে শুধুই ব্যর্থতা। উল্টে দু’বার অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ জিতে এসেছে ভারত। বদলা নিতে মরিয়া দেখাচ্ছে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্সকে (Pat Cummins)। ভারতে এসে সিরিজ জয়ের এবার দারুণ সুযোগ রয়েছে, এই কথা বলে ভারতকে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তিনি।
সম্প্রতি দুর্ধর্ষ ফর্মে রয়েছে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) ২-০ হারানোর পর দুই ম্যাচের দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে ২-০ জিতেছেন কামিন্সরা। সিডনি টেস্ট বৃষ্টিবিঘ্নিত না হলে হোয়াইটহোয়াশ করতে পারত তাঁর দল। এই মুহূর্তে আইসিসি (ICC) ক্রমতালিকায় এক নম্বর টেস্ট দল অস্ট্রেলিয়াই। ভারতের মাটিতে ভারতকে হারাতে পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালে তাদের জায়গা নিশ্চিত হয়ে যাবে।