লখনউ: একটা দল দুই ম্যাচের দুটোতেই হেরেছে। অন্য দলও তাই। কিন্তু একটা দল শ্রীলঙ্কা (Sri Lanka), অন্যটা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (Australia)। ভারত এবং দক্ষিণ আফ্রিকার কাছে হেরে চরম বিপদে প্যাট কামিন্সের (Pat Cummins) দল। আজ লখনউয়ের (Lucknow) একানা স্টেডিয়ামে (Ekana Stadium) শ্রীলঙ্কার বিরুদ্ধে তাদের জিততেই হবে। অধিনায়ক কামিন্স সাংবাদিক সম্মেলনে স্বীকার করেছেন, এখন সব ম্যাচই তাঁদের কাছে ফাইনাল। একটাও হারলে চলবে না।
এই বিশ্বকাপের ফেভারিট হিসেবে ভারত (India) এবং ইংল্যান্ডের (England) সঙ্গে অস্ট্রেলিয়াকেও ধরা হচ্ছিল। ফেভারিটের মতো খেলছে একমাত্র ভারত। জস বাটলারের (Jos Butler) দল তিন ম্যাচে দুটো হেরেছে, তার একটা আবার আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে। অস্ট্রেলিয়া তো এখনও খাতাই খোলেনি। লিগ টেবিলে সবার নীচে, এমনকী রান রেটেরনেদারল্যান্ডসেরও নীচে তারা। আজ হৃতগৌরব পুনরুদ্ধারের দায়িত্ব স্টিভ স্মিথ (Steve Smith), মিচেল স্টার্কদের (Mitchell Starc)।
আরও পড়ুন: বিশ্বকাপে অঘটন, ইংল্যান্ডকে হারাল আফগানিস্তান
কাজ খুব একটা সোজা হবে না। কারণ প্রতিপক্ষ শ্রীলঙ্কারও তাগিদ এক। বিশ্বকাপে খাতা খুলতে চায় তারা। পাকিস্তানের বিরুদ্ধে ৩৪৪ রান করেও হারতে হয়েছে। সেই যন্ত্রণা তো আছেই। ব্যাটাররা ভালো ফর্মে থাকলেও ঝোলাচ্ছেন বোলাররা। ওয়ানিন্দু হাসারঙ্গার অভাব টের পাওয়া যাচ্ছে প্রবলভাবে।
Both Australia and Sri Lanka look to get their first win of #CWC23 ?
Who takes home the points in Lucknow?#AUSvSL pic.twitter.com/q7S7NuHJzi
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 16, 2023
তবে শ্রীলঙ্কা নয়, নজর অবশ্যই অস্ট্রেলিয়ার দিকে। যাদের ফেভারিট হিসেবে ভাবা হচ্ছিল, তারা সেমিফাইনালে উঠতে পারবে কি না তা নিয়েই প্রশ্ন উঠছে। বলতেই পারেন, টুর্নামেন্ট সবে শুরু হয়েছে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের এত তাড়াতাড়ি উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু এবারের ক্যাঙারু বাহিনীতে বিস্তর গোলমাল আছে।
গোলমাল এই স্কোয়াডটাতেই। অজি স্কোয়াডের ১৫ জন যাঁরা আছেন, তাঁদের মধ্যে জনা তিন কি বড়জোর চারজন ছাড়া সবাই টেস্ট খেলেন। স্টিভ স্মিথ (Steve Smith), মার্নাস লাবুশেন, প্যাট কামিন্স, জশ হ্যাজলউডরা লাল বলের ক্রিকেটে মহারথী। কিন্তু এঁরা কেউ টি২০-র উপযুক্ত নন। কেন টি২০-র কথা আসছে? আকর্ষণীয়তার গুণেই ওডিআইতে প্রভাব বিস্তার করেছে ২০ ওভারের মারকাটারি খেলা। ৫০ ওভারের ফর্ম্যাটের পরতে পরতে এখন জড়িয়ে আছে টি২০। সে কারণেই এখন ৩০০ রানও নিরাপদ নয়, এমনকী ৩৫০-ও নিরাপদ নয়। কিন্তু অস্ট্রেলিয়ার এই দল নয়ের দশক কিংবা শূন্য দশকের সময়ের। এক গ্লেন ম্যাক্সওয়েল ছাড়া টি২০ এলিমেন্ট কোথায়?