স্পোর্টস ডেস্ক: রবিবার নির্ধারিত সময়ের আধঘণ্টা আগেই খেলা শেষ করতে চেয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। কিন্তু রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এবং ওয়াশিংটন সুন্দর (Washinton Sundar) রাজি হননি, তাঁরা নিজেদের শতরান সম্পূর্ণ করেই মাঠ ছাড়তে চেয়েছিলেন। তা নিয়ে মাঠেই অসন্তোষ প্রকাশ করেন স্টোকস। তাঁর এই মানসিকতা নিয়ে তুমুল আক্রমণ করল অস্ট্রেলিয়ান মিডিয়া (Australian Media)। ইংল্যান্ড এবং তাদের অধিনায়কের ‘ঘ্যান ঘ্যান’ করা নিয়ে উপহাস করল তারা।
রবিবার স্টোকস যখন জাদেজার সঙ্গে করমর্দন করে খেলা শেষ করতে চান, তখন জাদেজা ৯০-এর ঘরে। সুন্দর ততক্ষণে ৮০ করে ফেলেছেন। তাঁরা দুজনেই সেঞ্চুরি করতে চান যা খুবই স্বাভাবিক। কিন্তু স্টোকস এবং তাঁর দল আগেভাগে খেলা শেষ করতে চান। তাতে রাজি না হওয়ায় প্রতিবাদ স্বরূপ পার্টটাইমার হ্যারি ব্রুককে (Harry Brook) বোলিংয়ে আনেন। ব্রুক লোপ্পা লোপ্পা বল দিতে থাকেন জাদেজা এবং সুন্দরকে তাঁর একটা ডেলিভারির গতি ছিল ঘণ্টায় মাত্র ৩৪ কিলোমিটার।
আরও পড়ুন: ধৈর্য্যের পরীক্ষা, ৩ সেঞ্চুরি, ড্র হলেও রোমাঞ্চে খামতি রাখল না ম্যাঞ্চেস্টার
দুই ভারতীয় অবশ্য এসবে বিচলিত হননি। প্রথমে জাড্ডু নিজের শতরান পূর্ণ করেন। পরে ওয়াশিংটন সুন্দর টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান। এ নিয়ে স্টোকস পরে অভিযোগ করেন যে, ভারত ব্যক্তিগত মাইলস্টোন অর্জন নিয়ে মাথা ঘামিয়েছে। তাঁর দলের বোলাররা ক্লান্ত হয়ে পড়েছিলেন।
এ নিয়ে ব্র্যাডম্যানের দেশের সংবাদমাধ্যম স্টোকস এবং ইংল্যান্ডের তুলোধোনা করে ছেড়েছে। ফক্স ক্রিকেট লেখে, “স্পিরিট… কীসের? এই ইংল্যান্ডের বাজবলের দুমুখোপনা পরিষ্কার হয়ে গেল।” স্টোকসকে বোধবুদ্ধি জোগাড় করার এবং নিরপেক্ষ হওয়ারও পরামর্শ দিয়েছে তারা। অস্ট্রেলিয়ার অন্যান্য মিডিয়াও একযোগে ইংলিশদের আক্রমণ করেছে এবং ভারতকে সমর্থন করেছে।
দেখুন অন্য খবর: