ম্যাঞ্চেস্টার: ইউরোপা লিগের (Europa League) প্লে অফে আজ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) এবং বার্সেলোনার (Barcelona) দ্বিতীয় লেগের ম্যাচ। প্রথম লেগে বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে (Nou Camp) ২-২ ড্র হয়েছিল। আজ ম্যান ইউয়ের মাঠ ওল্ড ট্রাফোর্ডে (Old Trafford) নিষ্পত্তি হবে এই টাইয়ের। বিজয়ী দল অংশ নেবে উয়েফা (UEFA) ইউরোপা লিগের শেষ ষোলোয়। প্রথম পর্বে দুই দলের দ্বৈরথ দেখে হতবাক হয়ে গিয়েছিল ফুটবল বিশ্ব। ৯০ মিনিট জুড়ে চলেছিল আক্রমণ-প্রতি আক্রমণ। জিততে পারত যে কোনও দল। আজ রাতেও একইরকম ধুন্ধুমার ম্যাচ দেখার প্রত্যাশায় দুই দলের সমর্থকরা।
বার্সেলোনার জন্য সুখবর, তাদের অভিজ্ঞ মিডফিল্ডার সার্জিও বুস্কেতস চোট সারিয়ে ফিরছেন। কিন্তু কার্ড এবং চোট সমস্যায় থাকবেন না দুই তরুণ প্রতিভা গাভি (Gavi) এবং পেদ্রি (Pedri)। খেলবেন না ওসুমান ডেম্বেলেও। গোল করতে বিধ্বংসী স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কিই (Robert Lewandowski) ভরসা। রাইট উইংয়ে রাফিনহা আছেন। বাঁ দিকে হয়তো ফেরান তোরেসকে খেলানো হবে।
আরও পড়ুন: Rohit Sharma Fitness: টিভিতে ওভারওয়েট দেখায়! রোহিতের ফিটনেস নিয়ে খুশি নন কপিল দেব
প্রথম লেগে ম্যান ইউয়ের (Man U) হয়ে কার্ড সমস্যার জেরে ছিলেন না লিসান্দ্রো মার্তিনেজ (Lisandro Martinez) এবং মার্সেল স্যাবিতজার। আজ ফিরবেন তাঁরা। চোট সারিয়ে দলে ফিরেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনি, তবে তাঁকে প্রথম এগারোয় রাখা হবে কি না নিশ্চিত নয়। কোচ এরিক টেন হাগ (Eric Ten Hag) সম্ভবত আক্রমণে মার্কাস র্যাশফোর্ড (Marcus Rashford), জেডন স্যাঞ্চো (Jadon Sancho)এবং ওয়াউট ওয়েঘর্স্টের উপর ভরসা করবেন। তরুণ প্রতিভা আলেহান্দ্রো গারনাচোও আছেন অস্ত্র হিসেবে।
একদিন আগেই ম্যান ইউ এবং টেন হাগের ভূয়সী প্রশংসা করেছিলেন বার্সা কোচ জাভি (Xavi)। এই মরশুমে দায়িত্ব নিয়ে তেন হাগ যেভাবে ম্যান ইউয়ের উন্নতি সাধন করেছেন তা নিয়ে বারবার বলতে শোনা গেল জাভিকে। ঘরের মাঠে রেড ডেভিলদের হারানো কঠিন হবে বলে মনে করছেন তিনি। শেষ পর্যন্ত যে-ই জিতুক প্রথম পর্বের মতো উপভোগ্য ফুটবল হবে বলে আশা করা যাচ্ছে।