কলকাতা টিভি ওয়েবডেস্ক: সদ্য শেষ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ| ৪৮ ঘন্টা কাটতে না কাটতেই আগামী ১০ বছরের সূচি ঘোষণা আইসিসির| আর সেখানেও ভারতের ভাড়ার পূর্ণ| জোড়া বিশ্বকাপ সহ একটি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেল বিসিসিআই|
মঙ্গলবার আইসিসি আগামী ক্রীড়াসূচির ঘোষণা করেছে| যেখানে ২০২৪ সালে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে আমেরিকায়| এটা যেমন চমক তেমনই তার পাশাপাশি খুশির খবর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্যেও রয়েছে|
২০৩১ সালের একদিনের বিশ্বকাপ পেতে পারে ভারত| এমন একটা জল্পনা চলছিলই| কিন্তু সেইসঙ্গে আরও একটা টি টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি, এ হয়ত কেউই ভাবতে পারেনি| কিন্তু সেটাই হয়েছে|
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি মানলে ২০২৫-এ পাকিস্তানে খেলতে যাচ্ছে ভারত
২০২৬ সালে ফের টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতে| এর তিনবছর ফের ভারতের মাটিতে বসবে আরও একটি আইসিসির প্রতিযোগিতার আসর| চ্যাম্পিয়ন্স ট্রফির দায়িত্ব পেয়েছে বিসিসিআই|
Are you ready for the best-ever decade of men’s white-ball cricket?
Eight new tournaments announced ?
14 different host nations confirmed ?
Champions Trophy officially returns ?https://t.co/OkZ2vOpvVQ pic.twitter.com/uwQHnna92F— ICC (@ICC) November 16, 2021
আর সব শেষে ২০৩১ সালে একদিনের বিশ্বকাপ ভারতে| তবে এককভাবে নয়| বাংলাদেশের সঙ্গে যুগ্মভাবে একদিনের বিশ্বকাপ আয়োজন করবে ভারত| আর এই সূচি প্রকাশ হওয়ার পর যে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা যথেষ্ট আপ্লুত তা বলার অপেক্ষা রাখে না|