স্পোর্টস ডেস্ক: বল হাতে কামাল করেই যাচ্ছিলেন বেন স্টোকস (Ben Stokes)। এবার ব্যাট হাতেও ফর্মে ফিরলেন তিনি, ম্যাঞ্চেস্টার টেস্টের (Manchester Test) চতুর্থ দিনে ১৬৪ বলে সেঞ্চুরি করলেন ইংল্যান্ড অধিনায়ক। এটি তাঁর টেস্ট কেরিয়ারের ১৪তম শতরান। দীর্ঘদিন ধরে রানের খরা চলছিল স্টোকসের। এই সিরিজেও ৩০, ৪০-এর ঘরে গিয়ে আউট হয়ে যাচ্ছিলেন। সবথেকে বড় কথা, স্টোকস যে স্বাচ্ছন্দ্যের সঙ্গে ব্যাট করেন তা দেখা যাচ্ছিল না। ম্যাঞ্চেস্টারে ফিরে এলেন তিনি।
দু’ বছর আগে অ্যাশেজ সিরিজে (Ashes Series) লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। তার এতদিন পরে আবার তিন অঙ্কের রানে পৌঁছলেন তিনি। সেই সঙ্গে এদিন টেস্ট কেরিয়ারে ৭০০০ রান পূর্ণ করলেন স্টোকস। সেঞ্চুরি করে উচ্ছ্বাস নয়, ইংলিশ অধিনায়কের অভিব্যক্তিতে স্বস্তি দেখা গেল।
আরও পড়ুন: বুমরা-সিরাজ চোট পেয়েছেন! কী বললেন ভারতের বোলিং কোচ?
ভারতের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে ব্যাট হাতে সফল না হলেও বোলিং করে দুর্দান্ত অবদান রেখেছেন স্টোকস। এই ম্যাচেই পাঁচ উইকেট নিয়েছেন। বল হাতে সাফল্য পাওয়ার আত্মবিশ্বাস ব্যাটিংয়েও প্রতিফলিত হল। এ ম্যাচে ভারতের জেতার সম্ভাবনা নেই বললেই চলে। যদি কোনওভাবে ড্র-ও হয়, তাতে ম্যাচের সেরার পুরস্কার পাবেন ইংল্যান্ড অধিনায়কই।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ভারতের ৩৫৮ রানের জবাবে ইংল্যান্ড ৬১৫ করে ফেলেছে, অর্থাৎ লিড ২৫৭ রানের। তৃতীয় ইনিংসে এই রান করলে ভারত সমতায় আসবে, তারপর ইংল্যান্ডকে টার্গেট দিতে হবে। প্রসঙ্গত, এ ম্যাচ শতরান করেছেন জো রুটও (Joe Root), কেরিয়ারের ৩৮তম শতরান ছিল সেটি। একই সঙ্গে টেস্ট ক্রিকেটে সবথেকে বেশি রানের তালিকায় রিকি পন্টিংকে টপকে দুইয়ে উঠে এসেছেন রুট। সামনে শুধু শচীন তেন্ডুলকর।
দেখুন অন্য খবর: