চেন্নাই: ২০২৪ আইপিএলে (IPL 2024) হলুদ জার্সিতে দেখা যাবে না বেন স্টোকসকে (Ben Stokes)। আগামী বছরে ঠাসা ক্রীড়াসূচি রয়েছে ইংল্যান্ডের (England)। ওয়ার্কলোড কমাতে নিজেকে সরিয়ে নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার। এই মর্মে বিবৃতি দিল তাঁর ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস (CSK)। স্টোকস তাঁর হাঁটুর চোটের অস্ত্রোপচার করবেন। পরের বছর শুরুর দিকে ভারতের মাটিতে পাঁচ টেস্টের দীর্ঘ সিরিজ খেলবেন তিনি। তারপর জুন মাসে রয়েছে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)।
বিবৃতিতে বলা হল, “ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক, অলরাউন্ডার বেন স্টোকস তাঁর কাজের চাপ এবং ফিটনেস ম্যানেজ করতে আইপিএল ২০২৪ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। ৩২ বছরের স্টোকস, ২০২৩ আইপিএলে সুপার কিংসের অংশ হয়েছিলেন। অবসর থেকে ফিরে তিনি সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-এ অংশগ্রহণ করেছিলেন। আইপিএলের আগে ভারতে টেস্ট সিরিজ এবং পরে জুনে টি২০ বিশ্বকাপে খেলার জন্য বেনের এই সিদ্ধান্তের পাশে আছে টিম ম্যানেজমেন্ট।”
আরও পড়ুন: ভারতীয় ক্রিকেটে দ্রাবিড় যুগের অবসান! এরপর কে?
স্টোকসকে সিএসকে তাদের স্কোয়াড থেকে ছেড়ে দেয় কি না এখন সেটাই দেখার। ছেড়ে দেওয়া এবং ধরে রাখা ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা ২৬ নভেম্বরের মধ্যে দিতে হবে তাদের। যদি ইংলিশ তারকাকে ছেড়ে দেয় তাহলে তাদের ঝুলিতে ১৬.২৫ কোটি টাকা ফিরে আসবে। এই বিপুল পরিমাণ অর্থেই স্টোকসকে গত বছর কিনেছিল মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) দল। যদিও দামের প্রতি কণামাত্র সুবিচার করতে পারেননি স্টোকস। যাইহোক, ১৯ ডিসেম্বর দুবাইয়ে হতে চলা মিনি-নিলামে ওই ১৬.৮৫ কোটি টাকা কাজে লাগাতে পারবে তারা।