স্পোর্টস ডেস্ক: এ বছর মার্চ মাসের গোড়ায় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) জিতেছিল ভারত (India)। তারপর থেকেই মাঠের বাইরে ভারতীয় ক্রিকেটের এক নম্বর তারকা বিরাট কোহলি (Virat Kohli)। আশা ছিল, ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে খেলবেন তিনি, তাঁর আগেই এই ফর্ম্যাট থেকে অবসর নিয়ে নেন বিরাট। ফলে অপেক্ষা দীর্ঘায়িত হয়। এরপরে রয়েছে এশিয়া কাপ (Asia Cup 2025), যা সেপ্টেম্বর মাসে শুরু। কিন্তু সেই টুর্নামেন্ট টি২০ ফর্ম্যাটে, সেখানেও বিরাটকে দেখা যাবে না।
তাহলে জাতীয় দলের নীল জার্সি গায়ে ব্যাট হাতে কবে যাবে বিরাটকে? দুনিয়াজুড়ে তাঁর অনুরাগীরা এ নিয়ে উৎকণ্ঠায় ভুগছেন। একটা ইঙ্গিত এবার দিয়ে দিলেন স্বয়ং বিরাট। যতদূর জানা যাচ্ছে, অপেক্ষা করতে হবে আরও দুই মাস।
আরও পড়ুন: ক্লাব বিশ্বকাপের পুরস্কার অর্থ প্রয়াত জটার পরিবারকে দান চেলসির
এখন লন্ডনে সময় কাটাচ্ছেন বিরাট। তবে ছুটির ফাঁকে শারীরিক কসরত এবং অনুশীলনও চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি লন্ডনের এক ইন্ডোরে গুজরাত টাইটান্সের (Gujarat Titans) সহকারী কোচ নইম আমিনের অনুশীলনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরাট। সে ছবিতে তাঁর পেকে যাওয়া দাড়ি নিয়ে বেশ জলঘোলা হয়। সে ছবিই শেয়ার করেছে তাঁর এক ফ্যান পেজ। সেখানেই মিলল বিরাটের প্রত্যাবর্তনের ইঙ্গিত।
ওই ফ্যান পেজের তরফে ছবিটি পোস্ট করে লেখা হয়, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রস্তুতি নিচ্ছেন বিরাট। সাধারণত এমন পোস্ট নিয়ে উত্তেজিত হওয়ার কারণ থাকে না। কিন্তু বিরাট নিজে সেই পোস্টে ‘লাইক’ দিয়েছেন। ফলে জল্পনা দৃঢ় হয়েছে। অস্ট্রেলিয়া সফর অক্টোবর মাসে, কাজেই বিরাট ভক্তদের অপেক্ষা করতে হবে আরও দুই মাস।
দেখুন অন্য খবর: