বক্সিং তারকা মানি পাকুইয়ানো অবসর নিয়েই ফেললেন। কিন্তু কারণটা হয়ে গেল অন্য রকম। ২০২২ সালে ফিলিপাইনের রাষ্ট্রপতি নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন। তাঁর মতে, পলিটিক্যাল কেরিয়ারে এটা সবচেয়ে বড় লড়াই।
পাকুইয়ানো, একজন সেনেটের সদস্য। রাজনীতি আর বক্সিং পাশাপাশি চলছিল। এবার আর বক্সিং নয়, শুধু রাজনীতির রিংয়ে লড়াই। বক্সিং তারকাটি নিজের ফেসবুক পেজে একটি ১৪ মিনিটের ভিডিও পোস্ট করেছেন। তাতে আবেগঘন স্বরে বলেছেন, ‘আমি শেষ ঘন্টাটা শুনতে পেলাম।বক্সিং শেষ’।পাকুইয়ানো-একমাত্র বক্সার যিনি বিভিন্ন বিভাগে ৮টি বিশ্ব রেকর্ডের মালিক।‘আমি ভাবিনি এমনদিন আমার জীবনে আসতে পারে, যে আমি নিজের বক্সিং গ্লাভস জোড়া ঝুলিয়ে রাখবো’।এসব বলার পাশাপাশি, বিশ্ব জুড়ে অগুনতি ফ্যানদের তিনি ধন্যবাদ জানান তাঁকে সমর্থন করে যাওয়ার জন্য।
আরও পড়ুন: মাইক টাইসন বনাম বিজয় দেবেরাকোন্ডা, ভারতীয় সিনেমায় প্রথমবার বক্সিং কিংবদন্তী
পাকুইয়ানোকে সকলে চেনে তাঁর দ্রুত ফুটওয়ার্ক আর বিদ্যুৎ গতির পাঞ্চের জন্য। রিংয়ে তিনি প্রচন্ড আক্রমণ মেজাজে লড়াইয়ের জন্য বিখ্যাত। কেউ কেউ বলতেন, তাঁর বাম আর ডান হাতের সমান জোরে পাঞ্চ করতেন। বক্সিং দুনিয়ার তারকা মহম্মদ আলির থেকেও নাকি তিনি ধুরন্ধর আর দক্ষ ছিলেন।
To the greatest fans and the greatest sport in the world, thank you! Thank you for all the wonderful memories. This is the hardest decision I’ve ever made, but I’m at peace with it. Chase your dreams, work hard, and watch what happens. Good bye boxing. https://t.co/Bde4wO82sA
— Manny Pacquiao (@MannyPacquiao) September 29, 2021
অগষ্ট মাসে ৪২ বছরের এই বক্সার ডব্লুবিএ(WBA)ওয়েল্টারওয়েট বিশ্ব খেতাবের ম্যাচে কিউবার ইওর্ডেনিস উগাসের কাছে হেরে গিয়েছিলেন।
পাকুইয়ানোর রাজনীতির কারিয়ার শুরু হয়েছিল ২০০৭ সালে। ২০১০ এর নির্বাচনে তিনি জিতেও ছিলেন। আবার ২০১৬ সালে নির্বাচনে জিতে দেশের উচ্চ কক্ষে সেনেটার হয়ে ৬ বছরের জন্য কাজ করছেন।
ছবি: সৌ-টুইটার