স্পোর্টস ডেস্ক: লর্ডস টেস্টের (Lord’s Test) মতোই থ্রিলার হওয়ার দিকে এগোচ্ছে ওভাল টেস্ট (Oval Test)। চতুর্থ দিনের লাঞ্চের আগে ইংল্যান্ডের দুই উইকেট পড়ে গিয়েছিল। স্কোরবোর্ডে তখন তাদের ১০৬ রান। বেন ডাকেট, অলি পোপ (Ollie Pope) প্যাভিলিয়নে। ওভালের ভারতীয় সমর্থকরা গর্জন শুরু করেছেন। এমন সময় পাল্টা আক্রমণ শুরু করলেন হ্যারি ব্রুক (Harry Brook)। জো রুটকে (Joe Root) সঙ্গে নিয়ে গড়েছেন ৫৮ রানের অপরাজিত জুটি।
চারটে চার এবং দুটো ছয় সহ ৩০ বলে ৩৮ করেছেন ব্রুক। এতক্ষণে তাঁর প্যাভিলিয়নে বসে থাকার কথা। প্রসিদ্ধ কৃষ্ণকে পুল করে ছয় মারতে গিয়ে ডিপ স্কোয়ার লেগে ক্যাচ দিয়ে ফেলেছিলেন ইংলিশ ব্যাটার। মহম্মদ সিরাজ (Mohammad Siraj) সেই ক্যাচ ধরেও নেন, কিন্তু ক্যাচ ধরার পরেই তাঁর পা বাউন্ডারি লাইনের দড়িতে লেগে যায়। ব্রুকের সঙ্গে আছেন রুট (৪৬ বলে ৩০ রান) যিনি শিট অ্যাঙ্করের ভূমিকা নিয়েছেন।
আরও পড়ুন: আজ ভারতের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি?
ইংল্যান্ডের রান এখন ১৬৪, লক্ষ্যে পৌঁছতে এখনও বাকি ২১০ রান। তাই ভারতের এখনই চাপে পড়ার ব্যাপার নেই। তবে এই জুটি আরও ১০০ করে ফেললে শুভমন গিল অ্যান্ড কোংয়ের মাথাব্যথা হতে বাধ্য। ভারতের ছোট্ট একটা সুবিধা আছে, ইংল্যান্ডের তিন উইকেট পড়লেও সিরাজদের আর সাতটা নয়, নিতে হবে ছ’টি উইকেট। কারণ কাঁধের হাড় সরে যাওয়ায় ক্রিস ওকস ব্যাট করতে পারবেন না।
তবে আজ লাঞ্চের পর থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার লন্ডনে ২টোয় বৃষ্টির সম্ভাবনা ৪৩ শতাংশ, দুপুর ৩টের সময় বৃষ্টির সম্ভাবনা ৪৭ শতাংশ, বিকেল ৪টের সময় বৃষ্টির সম্ভাবনা ৫১ শতাংশ, বিকেল ৫টার সময় বৃষ্টির সম্ভাবনা ৫৩ শতাংশ। সন্ধে ৬টার সময় বৃষ্টির সম্ভাবনা ৪৯ শতাংশ। সন্ধে ৭টার সময় বৃষ্টির সম্ভাবনা ২২ শতাংশের মতো। অর্থাৎ লাঞ্চের পর থেকে একাধিকবার খেলা থামিয়ে দিতে পারে বৃষ্টি। তবে এই টেস্টের আরও একদিন পড়ে আছে, আজ খেলা বিঘ্নিত হলেও ভারতের নিরাশ হওয়ার কিছু নেই।
দেখুন অন্য খবর: