স্পোর্টস ডেস্ক: মাসখানেক আগে ফিফা ক্লাব বিশ্বকাপ (FIFA Club World Cup) চ্যাম্পিয়ন হয়েছে চেলসি ফুটবল ক্লাব (Chelsea FC)। জয়ী হয়ে যে অর্থ-পুরস্কার তারা পেয়েছে, তার অংশবিশেষ দিয়োগো জটা (Diogo Jota) এবং আন্দ্রে সিলভার (Andre Silva) পরিবারকে দান করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে স্তম্ভিত করে চ্যাম্পিয়ন হয়েছিল লন্ডনের ক্লাব। জটা লিভারপুলের (Liverpool FC) হয়ে খেলতেন। তা সত্ত্বেও গাড়ি দুর্ঘটনায় মৃত পর্তুগিজ তারকা ফুটবলার এবং তাঁর ভাইয়ের পরিবারের পাশে দাঁড়াল চেলসি।
২ জুলাই স্পেনের জামোরা প্রদেশে (Jamora State) মর্মান্তিক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন দুই ভাই। দুর্ঘটনার খবর পেয়েই জামোরা ট্রাফিক পুলিশ, জামোরা ফায়ার ব্রিগেড, মেডিক্যাল ইউনিট এবং এমার্জেন্সি সার্ভিসের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে যান। সেখানে গিয়ে দুই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যুর কথা ঘোষণা করেন। দুর্ঘটনার মাত্র দু’ সপ্তাহ আগে দীর্ঘদিনের বান্ধবী রুতে কার্দোসোকে পোর্তোয় বিয়ে করেছিলেন জটা। কিন্তু তাঁর সঙ্গে জীবন কাটানো হয়নি।
আরও পড়ুন: শীর্ষে বহুদিন থাকবেন গিল, বলে দিলেন রবি শাস্ত্রী
পর্তুগালের পোর্তো শহরে জন্ম নেওয়া দিয়োগো জটা পাকোস দে ফেরেইরা ইউথ অ্যাকাডেমিতে ফুটবল প্রশিক্ষণ নেন। তারপর ২০১৬ সালে যোগ দেন অ্যাতলেটিকো মাদ্রিদে। এরপর ইংলিশ প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনে চলে আসেন। তবে লিভারপুলে এসেই নিজেকে মেলে ধরেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। লিভারপুলের হয়ে গত মরসুমেই জিতেছিলেন প্রিমিয়ার লিগ (Premier League)। আক্রমণ ভাগে দলের অন্যতম স্তম্ভ ছিলেন তিনি।
দেখুন অন্য খবর: