কলকাতা: মেলবোর্নে চাপে ভারত। এই ম্যাচ হারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2025) যাওয়া হবে না রোহিত শর্মাদের (Rohit Sharma)। অন্যদিকে ফাইনালের পথে এক পা বাড়িয়ে দেবে অস্ট্রেলিয়া। এদিকে ইতিমধ্যেই প্রায় ফাইনালে উঠে পড়েছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে একটা জিতলেই তাদের কার্যসিদ্ধি। কিন্তু পাকিস্তান যদি প্রোটিয়াদের হারিয়ে দিতে পারে তাহলে ভারতের লাভ। কিন্তু প্রথম টেস্টে পাকিস্তানের যা অবস্থা তাতে ভারত নিরাশ হবেই।
প্রথমে ব্যাট করে ২১১ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। এরপর ২১৩ রানে দঃ আফ্রিকার আট উইকেট চলে গিয়েছিল। কিন্তু সেখান থেকে দলকে ৩০১ রানে পৌঁছে দিলেন অভিষেককারী বোলার কর্বিন বশ (Corbin Bosch)। ১৫টি বাউন্ডারি সহ ৯৩ বলে ৮১ রানে অপরাজিত থাকলেন তিনি।
আরও পড়ুন: দর্শকদের বিদ্রুপে মেজাজ হারালেন কোহলি!
অদৃষ্টের কী অদ্ভুত পরিহাস। অভিষেক ম্যাচে বল হাতে চার উইকেট নেন বশ। আর একট উইকেট হলেই মাইলস্টোন ছুঁতে পারতে। এদিকে ব্যাট হাতে সেঞ্চুরি থেকেন ১৯ রান দূরে থাকতে হল তাঁকে। ভাগ্য সহায় থাকলে অভিষেকেই শতরান এবং পাঁচ উইকেটের বিরল মাইলস্টোন স্পর্শ করতে পারতেন তিনি যা টেস্ট ক্রিকেটে কারও নেই। তবে প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে অভিষেক টেস্টে চার উইকেট এবং হাফ-সেঞ্চুরি করলেন বশ।
তবে বশ যা করেছেন তাই অনেক। কেরিয়ারের প্রথম বলেই উইকেট পেয়েছেন। বলতে গেলে একার হাতে দলকে ম্যাচে চালকের আসনে রেখেছেন। ফলে ভারতের দুশ্চিন্তা আরও বাড়ছে। শুক্রবার খারাপ আলোর জন্য খেলা বন্ধ হওয়া পর্যন্ত তৃতীয় ইনিংসে তিন উইকেট হারিয়ে ৮৮ রান করেছে। দঃ আফ্রিকার থেকে তারা পিছিয়ে দুই রানে।
দেখুন অন্য খবর: