ওয়েব ডেস্ক : অলিম্পিকে (Olympics) ফিরতে চলেছে ক্রিকেট। ২০২৮ সালের অলিম্পিকে দেখা যাবে ক্রিকেটকে। পুরুষ ও মহিলা দলকে নিয়ে মোট ১২টি দল খেলবে। অর্থাৎ, ৬টা পুরুষ ও ৬টা মহিলা ক্রিকেট দলকে খেলতে দেখা যাবে অলিম্পিকে। তবে যোগ্যতা অর্জনের মাপকাঠি নিয়ে উঠল প্রশ্ন। তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বিতর্ক।
মূলত, ১২৮ বছর পর অলিম্পিকে (Olympics) দেখা যাবে ক্রিকেটকে। ২০২৮ সালে টি টোয়েন্টি ফরম্যাটে হবে ক্রিকেট ম্যাচগুলি। ১৭ দিন ধরে চলবে এটি। তা ইতিমধ্যে জানানো হয়েছে অলিম্পিক কমিটির তরফে। তবে অলিম্পিকে খেলার জন্য মাপকাঠি কী হবে? তা নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রের খবর, অলিম্পিকে খেলা জন্য প্রত্যেক মহাদেশ থেকে একটি করে দলই সুযোগ পাবে। যেহেতু অলিম্পিক গেমস হবে আমেরিকায়, সেই কারণে আয়োজক দেশ হিসাবে খেলবে আমেরিকা (America)। সঙ্গে খেলবে এশিয়া, ইউরোপ, ওশিয়ানিয়া ও আফ্রিকার র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দলগুলো। আর তা সত্যি হলে এক্ষেত্রে বাদ পড়তে পারে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ফলে তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
আরও খবর : ওভাল টেস্টের আগেই অধিনায়ক বদল ইংল্যান্ডের! কতটা স্বস্তিতে ভারত?
র্যাঙ্কিং অনুযায়ী এশিয়া থেকে ‘ভারত’ (India), আফ্রিকা থেকে ‘দক্ষিণ আফ্রিকা’ (South Africa), আর ওশিয়ানিয়া থেকে অলিম্পকে খেলার জন্য যোগ্যতা অর্জন করে নেবে অস্ট্রেলিয়া (Australia)। অন্যদিকে ইউরোপে ইংল্যান্ড (England) এবং স্কটল্যান্ড ও নর্দান আয়ারল্যান্ডের মিলিত দল রয়েছে। অন্যদিকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকেও কোনও দল সুযোগ পেতে পারে মনে করা হচ্ছে। কিন্তু আমেরিকা যদি ক্রিকেট না খেলে তাহলেই সুযোগ পাবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে কোনও দেশ।
তবে অলিম্পিক কমিটির এক মহাদেশ এক দল নীতি থাকে, সেক্ষেত্রে বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেট দল অলিম্পিক থেকে বাদ পড়তে পারে। আর তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। অবশ্য এ নিয়ে এখনও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি (ICC)-র তরফে কিছু জানানো হয়নি। তবে এই নিয়ম বদল করা হবে কি না সেদিকেই তাকিয়ে সবাই।
দেখুন আরও খবর :