Sunday, July 27, 2025
HomeScrollবেন স্টোকসের কীর্তি, ৬৬৯ রানে থামল ইংল্যান্ড  
Anderson-Tendulkar Trophy

বেন স্টোকসের কীর্তি, ৬৬৯ রানে থামল ইংল্যান্ড  

ব্যাট করতে নেমেই শূন্য রানে দুই উইকেট পড়ে গেল ভারতের

Follow Us :

স্পোর্টস ডেস্ক: অবশেষে থামল ইংল্যান্ডের প্রথম ইনিংস। ভারতের ৩৫৮ রানের জবাবে তারা অল আউট হল ৬৬৯ রানে। অর্থাৎ ভারত পিছিয়ে রয়েছে ৩১১ রানে। শুভমন গিলদের (Shubman Gill) আগে এই ৩১১ করে সমতায় আসতে হবে, তারপর টার্গেট সেট করার জন্য রান করতে হবে।

শুক্রবারটা যদি জো রুটের (Joe Root) হয়ে থাকে, তাহলে শনিবার নিঃসন্দেহে ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের (Ben Stokes)। কেরিয়ারের ১৪তম সেঞ্চুরি করলেন তিনি। ১৯৮ বলে ১৪১ রানের ইনিংসের সাহায্যে একই সঙ্গে ৭০০০ রান পূর্ণ করলেন স্টোকস। টেস্ট ক্রিকেটে একই সঙ্গে ৭০০০ রান এবং ২০০ উইকেটের মালিক হলেন তিনি। এই রেকর্ড আর দুজনের আছে— জাক কালিস (Jacques Kallis) এবং গ্যারি সোবার্স (Gary Sobers)।

আরও পড়ুন: বেন স্টোকসের সেঞ্চুরি, পূর্ণ করলেন ৭০০০ রান  

এই টেস্টে শতরান করার আগে পাঁচ উইকেট নিয়েছিলেন স্টোকস। একই টেস্ট ম্যাচে এই কীর্তি করে তিনি একাসনে বসলেন ইমরান খান (Imran Khan), গ্যারি সোবার্সের মতো কিংবদন্তির সঙ্গে। দীর্ঘদিন ধরে রানের খরা চলছিল স্টোকসের। এই সিরিজেও ৩০, ৪০-এর ঘরে গিয়ে আউট হয়ে যাচ্ছিলেন। সবথেকে বড় কথা, স্টোকস যে স্বাচ্ছন্দ্যের সঙ্গে ব্যাট করেন তা দেখা যাচ্ছিল না। ম্যাঞ্চেস্টারে ফিরে এলেন তিনি।

দু’ বছর আগে অ্যাশেজ সিরিজে (Ashes Series) লর্ডসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। তার এতদিন পরে আবার তিন অঙ্কের রানে পৌঁছলেন তিনি। সেঞ্চুরি করে উচ্ছ্বাস নয়, ইংলিশ অধিনায়কের অভিব্যক্তিতে স্বস্তি দেখা গেল। এ ম্যাচে ভারতের জেতার সম্ভাবনা নেই বললেই চলে। যদি কোনওভাবে ড্র-ও হয়, তাতে ম্যাচের সেরার পুরস্কার পাবেন ইংল্যান্ড অধিনায়কই।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39