স্পোর্টস ডেস্ক: রবিবার ম্যাঞ্চেস্টার টেস্ট (Manchester Test) ড্র হওয়ার ২৪ ঘণ্টা কাটতে পারল না, ওভাল টেস্ট (Oval Test) অর্থাৎ সিরিজের শেষ ম্যাচের দল ঘোষণা করে দিল ইংল্যান্ড। তবে প্রথম একাদশ নয়, ঘোষণা হয়েছে ১৫ জনের দল। কেউ বাদ পড়েননি, শুধু একজনকে দলে ঢোকানো হয়েছে। তিনি হলেন পেস বোলার জেমি ওভারটন (Jamie Overton), অবশ্য ব্যাট হাতে অবদান রাখতে পারেন তিনি।
ম্যাঞ্চেস্টার টেস্টের শেষ ইনিংসে দেড় দিনেরও বেশি সময় পেয়েও ভারতের মাত্র চার উইকেট ফেলতে পেরেছিলেন ইংলিশ বোলাররা। তাও আবার প্রথম ওভারে পরপর দুই বলে ক্রিস ওকস (Chris Woakes) দুই উইকেট নিয়েছিলেন। তারপর পড়েছিল মাত্র দুটি উইকেট। জফ্রা আর্চারের (Jofra Archer) মতো গতিশীল বোলারও উইকেট থেকে কোনও সাহায্য আদায় করতে পারেননি। ওকস টানা চারটে টেস্ট ম্যাচ খেললেন, এবার সম্ভবত তাঁকে বিশ্রাম দেওয়া হবে। সেই কারণেই ওভারটনকে দলে নেওয়া।
আরও পড়ুন: দাবা বিশ্বকাপে ইতিহাস দিব্যার, প্রথম ভারতীয় মহিলা দাবাড়ু হিসেবে চ্যাম্পিয়ন
ইংল্যান্ডের আর এক এক্সপ্রেস গতির বোলার মার্ক উড চোট সারিয়ে ফিরতে পারলেন না। এই সিরিজের শুরুতে মনে করা হচ্ছিল, ওভালে খেলতে পারেন উড, কিন্তু তা হল না। আর একজন পেস বোলার অলি স্টোনও ফিরতে পারলেন না, তাঁরও চোট সারেনি।
পঞ্চম টেস্টে ওকসের জায়গায় ওভারটন এবং ব্রাইডন কার্সের জায়গায় সম্ভবত গাস অ্যাটকিনসনকে খেলাতে পারে ইংল্যান্ড। কার্সও টানা চার টেস্ট খেলে ক্লান্ত। এদিকে ইংলিশ অধিনায়ক বেন স্টোকসকেও (Ben Stokes) ম্যাঞ্চেস্টারে শেষ দিনে খুবই ক্লান্ত দেখিয়েছে। ওভালে তিনি বল হাতে কতটা ওয়ার্কলোড নেবেন তা নিয়ে প্রশ্ন আছে।
ওভাল টেস্টের জন্য ইংল্যান্ডের ১৫ জনের দল: বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জফ্রা আর্চার, জেকব বেথেল, জেমি ওভারটন, জশ টং, গাস অ্যাটকিনসন।
দেখুন অন্য খবর: