ব্রিটিশ বোলারদের দাপটে প্রথম ম্যাচেই বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজ| ২০১৬ টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নদের হারিয়ে যাত্রা শুরু করল ইংল্যান্ড| ৬ উইকেটে ক্যারিবিয়ানদের হারালেন মর্গ্যানরা|
ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড ম্যাচ ঘিরে এদিন সকলের মধ্যেই উন্মাদনার অভাব ছিল না| সকলেরই নজর ছিল ক্যারিবিয়ান বিগ হিটারদের চার ছক্কা দেখার অপেক্ষা| কিন্তু এদিন নিরাশা ছাড়া আর কিছুই মেলেনি ক্রিকেট প্রেমীদের|
ক্রিস গেইলের হয়ত এটাই শেষ বিশ্বকাপ| দলকে চ্যাম্পিয়ন করাই তাঁর একমাত্র লক্ষ্য| মনোসংযোগে যাতে ব্যঘাত না ঘটে সেজন্য আইপিএল থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি| ইংল্যান্ডের বিরুদ্ধে অবশ্য ওয়েস্ট ইন্ডিজের তরফে তিনিই এদিন সর্বোচ্চ রান করেছেন| ক্রিস গেইলের রান ১৩|
প্রথমে ব্যাট করার সুযোগ পেলেও, রশিদ, মঈন আলিদের দাপটে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়েন| একমাত্র দু সংখ্যার গন্ডী পেড়োতে পেরেছেন গেইল| বাকি হেটমায়ার, সিমন্স, নিকোলাস পুরান এবং পোলার্ডদের মতো তারকারা দশ রানও পেরোতে পারেননি| ওয়েস্ট ইন্ডিজ শেষ হয়ে য়ায় ৫৫ রানে| এখনও পর্যন্ত এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বের ম্যাচে এটাই সর্বনিম্ন|
আদিন রশিদ একাই নিয়েছেন ৪ উইকেট| মঈন আলির শিকার ২ উইকেট| যদিও এদিনের স্পিন পিচে ইংল্যান্ডও যে খুব একটা ভাল ব্যাটিং পারফরম্যান্স দেখিয়েছেন এমনটা নয়| ৫৫ রান তুলতে ইংল্যান্ডকেও খোয়াতে হয় ৪ উইকেট| ৮.২ ওভারেই বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড|