স্পোর্টস ডেস্ক: টানা চারটি টেস্টে টসে হারলেন শুভমান গিল (Shubman Gill)। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes)। তবে গিল বললেন, টসে জিতলে তাঁরা হয়তো ব্যাটিং নিতেন। কারণ আবহাওয়া মেঘলা, স্যাঁতস্যাঁতে এবং সুইং বোলিংয়ের উপযোগী হলেও উইকেট শুকনো। পরের দিকে বল ঘুরবে। স্টোকসের সিদ্ধান্ত আদৌ কতটা ফলপ্রসূ হবে তা সময়ই বলবে।
ম্যাঞ্চেস্টার টেস্টে (Manchester Test) প্রথম এগারোয় তিনটে বদল করেছে ভারত। করুণ নায়ারের জায়গায় তিন নম্বরে ফেরানো হল সাই সুদর্শন (Sai Sudarshan)। নীতীশ কুমার রেড্ডি চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন, তাঁর জায়গায় খেলছেন শার্দূল ঠাকুর। অভিষেক হল অংশুল কম্বোজের (Anshul Kamboj)। চেন্নাই সুপার কিংসের জোরে বোলার কম্বোজ জসপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজের সঙ্গ দেবেন।
আরও পড়ুন: নেই আকাশ দীপ, ম্যাঞ্চেস্টার টেস্টে কী হবে ভারতের একাদশ
ইংল্যান্ডের প্রথম একাদশ আগে থেকেই জানা ছিল। চোট পাওয়া শোয়েব বশিরের জায়গায় দলে এসেছেন বাঁ-হাতি স্পিনার লিয়াম ডসন (Liam Dawson)। মাত্র তিনটে টেস্ট খেলা ৩৫ বছর বয়সি ডসন আট বছর পরে জাতীয় দলে এলেন। তবে ভারতের টপ অর্ডারে বাঁ-হাতির সংখ্যা বেশি, ফলে তিনি কতটা সফল হবেন সেটাই দেখার।
ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, অংশুল কম্বোজ।
ইংল্যান্ডের প্রথম একাদশ: বেন ডাকেট, জাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জফ্রা আর্চার, লিয়াম ডসন।
দেখুন অন্য খবর: