স্পোর্টস ডেস্ক: ওভাল টেস্টে (Oval Test) দুরন্ত জয় দিয়ে অ্যান্ডারসন-তেন্ডুলকর সিরিজ (Anderson-Tendulkar Trophy) ২-২ ড্র করে এসেছে ভারত (India)। বিদেশের মাটিতে এই সাফল্যের মধ্যেও কাঁটা ব্যাটিং লাইন আপের তিন নম্বর স্পট। কখনও সাই সুদর্শন (Sai Sudarshan), কখনও করুণ নায়ার (Karun Nair), নানাভাবে চেষ্টা হয়েছে। কিন্তু তিন নম্বর স্পট থেকে কোনও শতরান আসেনি। এদিকে টিম ইন্ডিয়ার লাল বলের স্কোয়াডের সঙ্গে দীর্ঘদিন বয়ে বেড়ানো হচ্ছে অভিমন্যু ঈশ্বরনকে (Abhimanyu Easwaran)।
ঈশ্বরন এমনিতে ওপেনার, তবে তাঁকে তিন নম্বরে নামিয়ে দেখা যেতেই পারত। স্বভাবতই প্রশ্ন উঠছে বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে ধারাবাহিকভাবে রান করা ব্যাটারের সঙ্গে কি বঞ্চনা হচ্ছে। কারণ এর আগে বর্ডার-গাভাসকর সিরিজেও স্কোয়াডে ছিলেন তিনি, কিন্তু একটা টেস্টও খেলানো হয়নি। তবে বঞ্চনার তত্ত্ব বিশ্বাস করছেন না খোদ ঈশ্বরনের বাবা পরমেশ্বরন, বরং তিনি আশাবাদী। পরমেশ্বরন জানিয়েছেন, ভারতের হেড কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) তাঁর ছেলেকে সুযোগ দেওয়ার আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন: অ্যাশেজে ইংল্যান্ডের ০-৫ হার দেখতে পারছেন গ্লেন ম্যাকগ্রা!
পরমেশ্বরন বলেন, “সুযোগ না পাওয়ায় খারাপ লেগেছিল অভির (অভিমন্যু), আমাকে ফোন করে বলেছিল, ‘বাবা, আমি এখনও জায়গা পেলাম না।’ ওর মন খারাপ ছিল, তবু বলল, ‘আমি ২৩ বছর ধরে আমার স্বপ্নে বাঁচছি, ২-৩টে ম্যাচে সুযোগ না পেলে ভেঙে যাবে না।’”
এরপরেই ঈশ্বরনের বাবা বলেন, “গৌতম গম্ভীর অভিমন্যুকে বলেছেন, ‘তুমি ঠিক কাজটাই করছ। তুমি তোমার সুযোগ পাবে এবং অনেকদিন ধরে পাবে। আমি তোমাকে এক-দুটো ম্যাচ পরে বের করে দেওয়ার লোক নই।’ গোটা দলই ওকে আশ্বস্ত করেছে যে ও ওর প্রাপ্য সুযোগ পাবেই।”
দেখুন অন্য খবর: