skip to content
Thursday, July 4, 2024

skip to content
HomeCurrent Newsখুদেদের প্রশিক্ষণে দিতে পূর্ব মেদিনীপুরে গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া

খুদেদের প্রশিক্ষণে দিতে পূর্ব মেদিনীপুরে গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া

Follow Us :

তমলুক: নতুন প্রজন্মের ছেলে-মেয়েদের খেলার প্রতি আগ্রহ বাড়িয়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহন করল পূর্ব মেদিনীপুর জেলা দাবা সংস্থা। দাবা খেলার প্রসারের লক্ষ্যে রবিবার তমলুক পুরসভার মহেন্দ্র স্মৃতিসদন হলে বিশেষ দাবা খেলার প্রশিক্ষণের ব্যবস্থা করা হল।

আরও পড়ুন- পিএসজিতে যাচ্ছেন মেসি, কয়েকদিনের মধ্যেই ঘোষণা

 

 

এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন ভারতীয় দাবার জগতের উজ্জ্বল নক্ষত্র অর্জুন পুস্কার প্রাপ্ত পশ্চিমবঙ্গের  প্রথম গ্র‍্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া। এছাড়াও উপস্থিত ছিলেন তমলুক পুরসভার প্রশাসক দীপেন্দ্রনারায়ন রায় সহ অন্যান্যরা।

আরও পড়ুন-পানিপথ থেকে টোকিও, নীরজের সোনার সফর

এদিন এলাকার কচিকাঁচাদের সাথে দাবা খেলায় মেতে ওঠেন দিব্যেন্দু বড়ুয়া।  তিনি জানান, ‘দাবা খেলা ধৈর্য্যের খেলা। শরীর ও মনকে সব সময় সজাগ রাখতে হবে। তাই শরীর চর্চারও প্রয়োজন রয়েছে। আগামীদিন গ্রাম বাংলা থেকে ভালো ভালো প্রতিযোগী উঠে আসুক এটাই চাইব।’

RELATED ARTICLES

Most Popular