Thursday, August 14, 2025
Homeখেলাপ্যারালিম্পিক্সে তীরন্দাজিতে ব্রোঞ্জ হরবিন্দরের

প্যারালিম্পিক্সে তীরন্দাজিতে ব্রোঞ্জ হরবিন্দরের

Follow Us :

প্যারালিম্পিক্সে পদক জয়ের দৌড়ে এগিয়েই চলেছে ভারত| দিনের শেষে আরও এক পদক এল ভারতের ঝুলিতে| তীরন্দাজিতে ব্রোঞ্জ জিতলেন হরবিন্দর সিং| ভারতের এখনও পর্যন্ত মিলেছে ১৩টি পদক|

এবারের প্যারালিম্পিক্সে একের পর এক চমক দিচ্ছেন ভারতীয় প্যারা অ্যাথলিটরা| শুক্রবারও তার অন্যথা হল না| প্রথম ভারতীয় হিসাবে প্যারালিম্পিক্সের মঞ্চে তীরন্দাজিতে পদক এল ভারতের| হরবিন্দরের হাত ধরেই তীরন্দাজিতে শাপমোচন ভারতের|

ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে নেমেছিলেন হরবিন্দর| দক্ষিণ কোরিয়ার কিম মিন সুকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন তিনি| এর আগে ২০১৮ সালে এশিয়ান গেমসে প্যারা আর্চারিতে তিনি প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতেছিলেন| তাঁকে ঘিরে প্যারালিম্পিক্সে পদক জয়ের আশাটাও তখন থেকেই দেখতে শুরু করেছিলেন সকলে|

হতাশ করেননি হরবিন্দর| ১৩ নম্বর পদকটা তাঁর হাত ধরেই এল এদিন| এবারের প্যারালিম্পিক্সে ভারতের ঝুলিতে আর কতগুলো পদক আসে সেটাই দেখার|

RELATED ARTICLES

Most Popular