Sunday, August 17, 2025
HomeখেলাICC: আরেক বিরল কৃতিত্বের পালক মহারাজের মুকুটে

ICC: আরেক বিরল কৃতিত্বের পালক মহারাজের মুকুটে

Follow Us :

নিজের শহরে এবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করতে চলেছেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সভাতেই সৌরভকে বিশেষ সম্মান জানানোর কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ, আইসিসিতে ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে বসা। বিসিসিআইয়ের ইতিহাসে এই প্রথমবার। কোনও ভারতীয় -বোর্ড সভাপতি দায়িত্বে থাকাকালীন আইসিসি’র সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক্যাল কমিটিতে চেয়ারম্যান হলেন। ৯ বছর ধরে এ্‌ই দায়িত্ব সামলে ছিলেন ভারতেরই আরেক কিংবদন্তি ক্রিকেটার অনিল কুম্বলে।

আরও পড়ুন: আইসিসির সূচিতে আগামী ১০ বছরে ভারতের মাটিতে জোড়া বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি

দুবাইয়ে একের পর এক মিটিং সেরে নিল বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি। আগেরদিন ২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত সাদা বলের আইসিসি’র সীমিত ওভারের টুর্নামেন্টগুলি কোথায় হবে তার ‘বিড’ খুলে সিধান্ত জানানো হয়।যে কমিটি আইসিসি ইভেন্টের আয়োজক দেশগুলিকে দায়িত্ব দিয়েছে , সেই কমিটিরও সদস্য ছিলেন সৌরভ। ক্রিকেট কমিটির চেয়ারম্যান হওয়ার আগেই আইসিসির টুর্নামেন্ট ক্যালেন্ডারে মহারাজ আবার ফিরিয়ে এনেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিকে। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পাকিস্তান।ভারত সেখানে যায়, নাকি আবার নিরপেক্ষ দেশে ্য় কিনা –তাও দেখার। ২০১৭ সালের পর থেকে বন্ধ ছিল এই টুর্নামেন্ট।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল-র যুগ্মসচিব হিসেবে ক্রিকেট প্রশাসনে পা দেওয়া সৌরভের। তারপর সিএবি সভাপতি থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রধানের পদে। একের পর এক মাইলস্টোন টপকে এ বার আইসিসিতে গুরুত্বপূর্ন পদে মহারাজ। সিএবি’র সভাপতি সৌরভের নেতৃত্বেই ভারতে আয়োজিত হয়েছে প্রথম দিন-রাতের টেস্ট। ভারতীয় ক্রিকেটে একাধিক সংস্কার এসেছে সৌরভের হাত ধরে। এ বার এক বঙ্গসন্তানের হাত ধরে বিশ্ব ক্রিকেটের এগিয়ে যাওয়া শুধু সময়ের অপেক্ষা।

পুরুষ ক্রিকেটের সঙ্গে মহিলা ক্রিকেটের ফারাক কমানোর উদ্দেশ্যে মহিলাদের ক্রিকেটেও চালু হচ্ছে লিস্ট-এ, প্রথম শ্রেণির স্টেটাস। আইসিসির মহিলাদের ক্রিকেট কমিটির দায়িত্বে আনা হল, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সিইও জনি গ্রেভকে।
আইসিসি তরফে বুধবার আরও এক কার্যকরী কমিটি গঠন করা হল। সাম্প্রতিক রাজনৈতিক ডামাডোলে বিধ্বস্ত আফগানিস্তান। এই অবস্থায়, নতুন এই কমিটি আফগান ক্রিকেটের অবস্থা খতিয়ে দেখবে। এই ওয়ার্কিং কমিটিতে রাখা হয়েছে পিসিবি চেয়ারম্যান রামিজ রাজাকে।
রামিজ রাজা ছাড়াও এই ওয়ার্কিং কমিটিতে রয়েছেন রস ম্যাককুলাম, লসন নাইডু। চেয়ারম্যান হচ্ছেন ইমরান খোয়াজা। মহিলা ক্রিকেটে নিয়ে আপত্তির প্রতিবাদে অস্ট্রেলিয়া আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচটিও খেলছে না।

ছবি:সৌ-টুইটার

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Narendra Modi | BJP | বাংলাভাষায় ব্যাকফুটে বিজেপি, সামাল দিচ্ছেন মোদি! কী প্রতিক্রিয়া তৃণমূলের?
03:01:11
Video thumbnail
Kunal Ghosh | অভয়ার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে তীব্র জল্পনা, কী জানালেন ডা. অনিকেত মাহাত?
03:07:45
Video thumbnail
Politics | ভোটের মুখেই বেঙ্গল ফাইলস, ধর্মের সুড়সুড়ি না কি ভাই?
05:52
Video thumbnail
Howrah | Janmashtami | জন্মাষ্টমীর রাতে ‘তাসের দেশ’, এই অনুষ্ঠান মন ভালো করবে আপনারও
02:36
Video thumbnail
Politics | বাদ পড়ল সংখ্যালঘু ভোটার, কোনখানে দাঁড়িয়ে বিহার?
04:44
Video thumbnail
Politics | বিজেপি বো/মা বলল বাজিকে! এইভাবে ভোটে ছিঁড়বে কি শিকে?
04:51
Video thumbnail
Politics | মহাত্মা গান্ধীর মাথায়, সাভারকরকে কারা বসায়!
05:07
Video thumbnail
Politics | বিজেপির নয়া সিলেবাসে দেশভাগের দায় কংগ্রেসের
05:44
Video thumbnail
Politics | তিন বছর পরে ফের ভোট গণনায় জয়ী এইবারে
05:36
Video thumbnail
Dugra Puja | সমাজসেবী সংঘের দুর্গাপুজোর ৮০ তম বর্ষ, পুজোর থিম 'পথের পাঁচালি ১৯৪৬'
03:23