স্পোর্টস ডেস্ক: সিরিজ জেতা যাবে না ঠিকই, তবে ড্র রাখার সুযোগ আছে। ওভাল টেস্ট (Oval Test) জেতার দারুণ সুযোগ শুভমন গিলদের (Shubman Gill) সামনে। সত্যি বলতে পঞ্চম তথা সিরিজের শেষ টেস্টে ফেভারিট ভারতই (India), সে ইংল্যান্ড (England) যতই ঘরের মাঠে খেলুক। কেন ফেভারিট বলছি তার কিছু কারণ আছে।
প্রথমত, ম্যাঞ্চেস্টারে দেড় দিনের বেশি ব্যাট করে ম্যাচ ড্র করে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ওল্ড ট্রাফোর্ডের উইকেট যতই পাটা হোক, গিল, রাহুল, জাডেজা এবং ওয়াশিংটন সুন্দরের ধৈর্য গোটা দুনিয়ার প্রশংসা আদায় করেছে। এই ইতিবাচকতা গোটা দলের মধ্যে ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন: ওভালের সবুজ পিচে কি বুমরাকে খেলাবে ভারত? জবাব দিলেন গিল
দ্বিতীয়ত, বেন স্টোকস (Ben Stokes) এবং জফ্রা আর্চারের (Jofra Archer) না থাকা। আর্চারের গতি ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলেছিল। তাঁর অভাব বোধ করবে ইংল্যান্ড। তবে অধিনায়কের না খেলা সবথেকে বড় ক্ষতি। এই সিরিজে শুরু থেকে ভালো বোলিং করছিলেন। ম্যাঞ্চেস্টারে সেঞ্চুরি করে ব্যাটিংয়েও ফর্মে ফিরেছিলেন। আগের টেস্টের ম্যান অফ দ্য ম্যাচ তিনিই। এহেন ক্রিকেটার এবং নেতার অভাব ইংলিশ দলকে ভোগাবেই।
তৃতীয়ত, জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তাঁর এই সিরিজের তিনটে ম্যাচ খেলার কথা ছিল যা খেলা হয়ে গিয়েছে। কিন্তু সিরিজ ড্র করে দেশে ফেরার এমন সুযোগ পেয়ে কি শুধু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বাইরে বসে থাকবেন আইসিসির এক নম্বর বোলার? ভারতীয় টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, সিদ্ধান্ত নেওয়া হবে বৃহস্পতিবার সকালে। বুমরা খেললে ভারতের জেতার সম্ভাবনা এক লাফে অনেকটা বেড়ে যায়।
দেখুন অন্য খবর: