কলকাতা: চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শেষ হবে আগামী বছরের গোড়ায়। তারপর শুরু হবে ২০২৫-২০২৭ নতুন চ্যাম্পিয়নশিপ। সেই চক্রের সূচনা হবে ভারত এবং ইংল্যান্ডের টেস্ট সিরিজ দিয়ে। শুক্রবার তার সূচি ঘোষণা করল বিসিসিআই।
ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাবে রোহিত শর্মা অ্যান্ড কোং। তা দিয়েই শুরু হবে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র। বেন স্টোকসদের বিরুদ্ধে প্রথম টেস্ট হবে লিডসের হেডিংলিতে, ২০ জুন শুরু সেই ম্যাচ। বার্মিংহ্যামের এজবাস্টনে ২ জুলাই দ্বিতীয় টেস্ট। লর্ডসে ১০ জুলাই শুরু তৃতীয় টেস্ট। ২৩ জুলাই ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্ট। ৩১ জুলাই সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট শুরু ওভালের মাঠে।
আরও পড়ুন: এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কারা, জেনে নিন
শেষ দুই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও হারতে হয়েছে ভারতকে। প্রথম নিউজিল্যান্ড, দ্বিতীয়বার জয়ী হয়েছে অস্ট্রেলিয়া। এবারও ফাইনালে ওঠার লড়াই অন্যতম সেরা দাবিদার রোহিত-বিরাটরা।